কোটাবিরোধী আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংতার ঘটনায় গত দুদিনে শুধু ঢাকায় থেকেই ১ হাজার ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার ডিসি গোলাম ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার রাতে ৬০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকীদের গ্রেপ্তার রোববার। গ্রেপ্তারকৃতদের রাজধানীর বিভিন্ন থানা থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।
ডিএমপি জানায়, শিক্ষার্থীদের আন্দোলনকে সামনে রেখে রাজধানীজুড়ে ব্যাপক সহিংসতা চালানো হয়েছে। এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৩৮ মামলা করা হয়েছে।