আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিকের পর্দা উঠবে ২৬ জুলাই। তবে ফুটবল শুরু হচ্ছে কাল। প্রথম দিন নামছে আর্জেন্টিনা। ট্রেবলজয়ী আলবিসেলেস্তেরা স্বর্ণ জয়ের লড়াইয়ে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে। পিএসজির আশরাফ হাকিমিসহ ইউরোপে আলো কাড়া তরুণ কিছু ফুটবলার থাকায় মরক্কো শক্ত দল। ম্যাচটি হবে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও ইউক্রেন।
আশা দিলেও শেষ পর্যন্ত অলিম্পিক ফুটবলে নেই অনেক বড় নাম। কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজরা খেলার কথা দিলেও তা রাখতে পারেননি। লামিনে ইয়ামালের মতো ১৭ বছরের তরুণও নেই প্যারিসে। তার পরও আর্জেন্টিনার মতো ফেভারিট স্পেন। গত আসরের ফাইনাল খেলেছিল লা রোজারা। তারকা না থাকলেও স্বাগতিক ফ্রান্সকে বাতিলের খাতায় ফেলা যাবে না।
প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা দলটির ওপর কিছু কারণে বাড়তি নজর থাকবে। কোপা আমেরিকার শিরোপা জিতে ফ্রান্সের এমবাপ্পেকে কটাক্ষ করেছিলেন আর্জেন্টাইনরা। এমবাপ্পের দেশে অলিম্পিক হওয়ায় দুয়ো শুনতে হতে পারে আকাশি-সাদা জার্সির দলটির।
কোপা আমেরিকা দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অ্যাঞ্জেল ডি মারিয়া ইতি টানলেন। নিকোলাস ওটামেন্ডিও বেশিদিন খেলবেন না। মেসিও শেষের পথে। অলিম্পিক তাই উঠতি তারকাদের দেখে নেওয়ার সুযোগ। আলোয় আসা ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি, মিডফিল্ডার এক্সিকুয়েল ফার্নান্দেজ ও ক্রিশ্চিয়ান মেদিনা এবং ডিফেন্ডার মার্কো ডি সিজারে, জোয়াকিন গার্সিয়াদের দিকে নজর থাকবে ভক্তদের।
অলিম্পিকে আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়াবেন হাভিয়ের মাচেরানো। বয়সভিত্তিকে আকাশি-সাদাদের বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। লিওনেল স্কালোনি-পরবর্তী আর্জেন্টিনার কোচ হতে পারেন সাবেক বার্সা তারকা। প্রতিভাবান দল নিয়ে অলিম্পিকে মাচেরানোর কৌশলের মারপ্যাঁচ ফুটবল বিশ্লেষক ও ভক্তরা নোটবুকে টুকে রাখবেন নিশ্চয়।
বড়দের ফুটবলে সাফল্যের ধারায় থাকা আর্জেন্টিনা প্যারিস অলিম্পিকেও ফেভারিট। জাতীয় দলের অভিজ্ঞ এবং তরুণ কিছু ফুটবলার আছেন মাচেরানোর হাতে। ডিফেন্ডার ওটামেন্ডি জাতীয় দলে পরীক্ষিত। গোলরক্ষক জেরোমিনো রুল্লি জাতীয় দলের পাশাপাশি শীর্ষ পর্যায়ের ক্লাবে খেলার অভিজ্ঞতা সম্পন্ন। ম্যানসিটির স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ ও অ্যাতলেটিকোর স্ট্রাইকার হুলি নো সিমিওনে আছেন অলিম্পিক দলে। আটালান্টা ইউনাইটেডের থিয়গো আলমাদা পরেছেন জাতীয় দলের জার্সি।
এখন মাঠে তাদের সেরাটা দেখার অপেক্ষা। আশা দিয়েছেন মাচেরানোও, ‘আমাদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতা করা ও শেষ পর্যন্ত যাওয়া। আমাদের দলটা স্বর্ণ জেতার মতো।’