শেষ মুহূর্তের নাটকীয়তায় জার্মানিকে কাঁদিয়ে সেমিতে স্পেন

0
73
সেমিতে স্পেন

জার্মানি ১–২ স্পেন

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে একে একে যখন সব ফরোয়ার্ড তুলে নিলেন, তখন মনে হচ্ছিল ম্যাচটাকে টাইব্রেকারে নিতেই তাঁর এই পরিকল্পনা। অতিরিক্ত সময়ে বেশিরভাগ আক্রমণ তো জার্মানিই করছিল। কিন্তু খেলার ধারার বিপরীতে গড়ে তোলা এক আক্রমণেই জার্মানদের সর্বনাশ!

ম্যাচের ১১৯ মিনিটে গোল করলেন বদলি মিডফিল্ডার মিকেল মেরিনো। এই গোলের মেরিনোকে বলের জোগান যিনি দিয়েছেন, সেই দানি ওলমোও নেমেছিলেন বদলি হিসেবে। ৫১ মিনিটে স্পেনকে ওলমোই এগিয়ে দিয়েছিলেন। ৮৯ মিনিটে ফ্লোরিয়ান ভির্টৎসের গোলে সমতা ফিরিয়ে ম্যাচটাকে অতিরিক্ত সময়ে নিয়েছিল জার্মানি। কিন্তু পরে কাজের কাজটা আর করা হলো না।

স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় স্বাগতিক জার্মানিকে ২–১ ব্যবধানে হারিয়ে স্পেন পৌঁছে গেল ইউরোর সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের মধ্যে দিয়ে জার্মান তারকা টনি ক্রুসেরও বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের হতাশজনক সমাপ্তি ঘটল। আগামী মঙ্গলবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনালে ওঠার লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স অথবা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.