র‌্যাবকে যেসব নির্দেশনা দিলেন নতুন ডিজি

0
55
র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।
র‍্যাবের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও বাড়ানোর পাশাপাশি অর্পিত দায়িত্ব পালনে প্রত্যেকটি ব্যাটালিয়নকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের নতুন মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।
 
রোববার (২৩ জুন) র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
র‌্যাব ডিজি আরও বলেন, র‌্যাবের সব সদস্যকে সবক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা, চেইন অব কমান্ড অনুসরণ এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
 
তিনি বলেন, প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি, অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায়, মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে চায় র‌্যাব।
 
হারুন অর রশীদ হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো র‌্যাব সদস্য আইন বহির্ভূত বা অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
এ সময় উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার এবং কিশোর গ্যাং প্রতিরোধে বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।
 
কিশোর গ্যাংয়ের বিষয়ে র‌্যাবের নতুন মহাপরিচালক বলেন, সাসটেইনেবল সমাজ প্রতিষ্ঠায় গ্যাং কালচারে জড়ানো কিশোরদের কীভাবে সংশোধন করা যায় সেই চেষ্টা করবে র‌্যাব। যে অপরাধ করে ও যে সহায়তা করে তারা দুজনই সমান অপরাধী।
 
উল্লেখ্য, গত ৫ জুন বিদায়ী মহাপরিচালক এম খুরশীদ হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন হারুন অর রশিদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.