৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

0
68
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে চার দিনের সফরে নিজ শহর পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
 
শুক্রবার (৭ জুন) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানা।
 
তিনি বলেন, রাষ্ট্রপতি রোববার (৯ জুন) দুপুরে পাবনার উদ্দেশে রওনা হবেন। তিনি শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন পেশাজীবী সংস্থার সঙ্গে মতবিনিময় সভা করবেন।
 
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আগমনকে কেন্দ্র করে পাবনা শহর ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
 
জেলা প্রশাসন এ উপলক্ষে কঠোর নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নিয়েছে। রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে অভ্যর্থনা জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
 
আগামী ১২ জুন রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে। সূত্র : বাসস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.