বাফুফের সমালোচনা করে বিপাকে কৃষ্ণা

0
60
কৃষ্ণা রানী সরকার

বৃহস্পতিবার দুপুর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন কৃষ্ণা রানী সরকার। চায়নিজ তাইপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশ নারী দলে থাকতে না পারায় যেমন কষ্ট অনুভব করছেন, তেমনি করে ফুটবল ক্যারিয়ার নিয়ে শঙ্কিত টাঙ্গাইল থেকে উঠে আসা এ ফরোয়ার্ড, ‘প্রায় দেড় বছর হয়ে গেছে। পা আগের থেকে ভালো, কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়ে উঠতে পারিনি। প্র্যাকটিস করলেই ব্যথা হয়। বাফুফের ফিজিও দিয়ে আমার চিকিৎসা চলছে। সবাই জানে ইনজুরিটা অনেক জটিল। ব্যথা নিয়েই প্র্যাকটিস করছি। দেশে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি।’

২০২২ সালে সাফ চ্যাম্পিয়নশিপের পরই ইনজুরিতে পড়েন কৃষ্ণা। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে দেখিয়েছিলেন। নিজের চোট নিয়ে কখনোই পরিষ্কার করে কিছু বলতে পারছিলেন না তিনি। ডান পায়ের মেটাটারসালের মাঝখানে নার্ভ ক্ষতি হয়েছে বলে মনে করেন তিনি। কৃষ্ণাকে ভারত কিংবা অস্ট্রেলিয়া যেতে বলেছিলেন বিসিবির চিকিৎসক।

কৃষ্ণার অভিযোগ, তাঁকে নাকি বিদেশ পাঠানোর আগ্রহ দেখায়নি, ‘২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও দেবাশীষ চৌধুরী স্যারকে দেখিয়েছিলাম। তিনি প্রায় আমাকে অনেক দিন দেখেন, যখন ব্যথা কমছিল না। স্যার বলেছিলেন, অস্ট্রেলিয়া-ভারত গিয়ে চিকিৎসা করাতে। কিন্তু যখন আমি বাফুফেকে জানাই, তারা বলেছিল আর কিছুদিন দেশে ডাক্তার দেখাতে। আমি অনেক দিন তাদের বলেছি ভারতে যাওয়ার কথা। কিন্তু তারা আমার কথায় কোনো গুরুত্ব দেয়নি। আজ পর্যন্ত ব্যথা নিয়ে প্র্যাকটিস করছি।’

কৃষ্ণার এমন অভিযোগে ক্ষুব্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা স্টাট্যাস দেওয়া কৃষ্ণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ইমরান, ‘কৃষ্ণা মিথ্যাচার করেছে। চার-পাঁচ মাস আগে সে ভারতে যাওয়ার জন্য আমার কাছে এসেছিল। এর পর আমাদের এক নির্বাহীকে বলি তার ভিসা ম্যানেজ করে দিতে। কিন্তু কৃষ্ণা সেই সময় বলেছেন, আগে দেশের চিকিৎসক দিয়ে দেখি। শুধু তাই নয়, গতকাল (বৃহস্পতিবার) সে এবং ফিজিও আমার কাছে এসেছিল। তখন আমি বলেছি ভারতে চিকিৎসা নেওয়ার জন্য যত টাকা লাগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তা বহন করবে। আমার সঙ্গে দেখা করার পর সে কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা স্ট্যাটাস দেয়। আমি বিস্মিত হয়েছি। এ জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাব। তার জবাবের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’

চায়নিজ তাইপের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আগে গত বছরের ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দলে ছিলেন না কৃষ্ণা। ব্যথা নিয়ে মেয়েদের লিগে খেললেও আন্তর্জাতিক অঙ্গনে খেলার জন্য কৃষ্ণা ফিট নন বলে জানান নারী দলের কোচ পিটার জেমস বাটলার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.