বিজয়নগরে নিখোঁজ নারী প্রার্থীকে পাওয়া গেল নারায়ণগঞ্জ

0
51
প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার ওরফে হালিমা আক্তারের খোঁজ পেয়েছে পুলিশ।
 
বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১২টার দিকে খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম।
 
এর আগে সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে হাইওয়ে থানায় নিজেদের হেফাজতে নিয়ে আসে।
 
ওসি বলেন, ‘কিভাবে কি হয়েছে সেটা তাকে নিয়ে আসার পর বলা যাবে। তাকে বিজয়নগর থানায় নিয়ে আসলে বিস্তারিত জেনে পরে জানাবো।’
 
প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার বলেন, ‘বিজয়নগর থানা জানিয়েছে আমার স্ত্রীকে তারা পেয়েছেন। তিনি নারায়ণগঞ্জ কাঁচপুর হাইওয়ে থানাতে আছেন। আমি গাড়ি নিয়ে সেখানে যাচ্ছি, কিভাবে কি হয়েছে গিয়ে জানাতে পারব।’
 
তিনি আরও বলেন, ‘আগামী ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ। এই নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সার্ভার ক্রুটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্টের আদেশে তিনি প্রার্থিতা ফিরে পান। মঙ্গলবার (২৮ মে) দুপুরে হরষপুর ইউনিয়নে দুজন সহযোগী নিয়ে নির্বাচনী প্রচারণায় যান প্রীতি। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাহিরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভেতরে কথা বলছিলেন। প্রায় ১৫ মিনিট পার হলেও বের হয়ে না আসায় ওই দুই সহযোগী ভেতরে যান। কিন্তু প্রীতিকে আর খুঁজে পাননি। সঙ্গে সঙ্গে বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে বিষয়টি অবগত করা হয়।’
 
পরে এ বিষয়ে থানায় জিডি করেন বলেও জানান প্রীতির স্বামী মাসুদ খন্দকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.