নাইট রাইডার্স পরিবারে ফিরলেন সাকিব

0
95
২০১১ থেকে ২০১৭ পর্যন্ত টানা কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন সাকিব, বিসিসিআই

আবারও নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন সাকিব আল হাসান। তবে এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নয়, সাকিব খেলবেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে। আগামী মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলসের হয়ে সাকিবের খেলার বিষয়টি নিশ্চিত করেছে নাইট রাইডার্স গ্রুপের এই ফ্র্যাঞ্চাইজি।

বিশ্বকাপের পর ৫ জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় মৌসুম। প্রথম মৌসুমে লস অ্যাঞ্জেলস ছিল পয়েন্ট তালিকায় ৬ নম্বরে, সবার নিচে। এবার সরাসরি সাইনিংয়ে সাকিবকে দলে ভিড়িয়েছে দলটি।

গতবারের দল থেকে লস অ্যাঞ্জেলস এবার ধরে রেখেছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, জেসন রয়, স্পেনসার জনসন, উন্মুক্ত চাঁদ এবং আলী খানদের। তাঁদের সঙ্গে এবার যুক্ত হলেন সাকিব। এই টুর্নামেন্টের প্রথম মৌসুমে তিনি খেলেননি।

সংবাদ বিজ্ঞপ্তিতে লস অ্যাঞ্জেলস বলেছে, ‘এই মৌসুমে সাকিব আল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্কটা দীর্ঘস্থায়ী। ২০১২ ও ২০১৪ যে দুই মৌসুম কলকাতা চ্যাম্পিয়ন হয়, সেই সময়সহ তিনি ভিন্ন ভিন্ন সময়ে কেকেআরের প্রতিনিধিত্ব করেছেন।’

কলকাতা সাকিবের পুরোনো ডেরা। ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল দাপিয়েছেন। কলকাতার দুই শিরোপাতেই ছিল তাঁর অবদান। ২০১৮ ও ২০১৯ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন সাকিব। এরপর ২০২১ সালেও খেলেন কলকাতার হয়ে। সেই মৌসুমের পর আর আইপিএলে দেখা যায়নি সাকিবকে।

এবারের আইপিএলে দারুণ করছে কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারাইন, রাসেলদের দল প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে। পুরোনো সতীর্থ রাসেল, নারাইন দুজনকেই সতীর্থ হিসেবে পাচ্ছেন সাকিব। গত মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন নারাইন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.