টানা পঞ্চম শিরোপা জিতে কিংস কোচ বললেন, ‘আনন্দ করার সময় আসলে নেই’

0
83
শিরোপা জয় নিশ্চিত তহওয়ার পর কোচ অস্কার ব্রুজোনকে নিয়ে বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের উচ্ছ্বাস

ঘণ্টাখানেক অপেক্ষা করতে হলো তাঁর জন্য। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে আইস বাথ নিলেন। তারপর ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামের দোতলায় সাজঘরের বাইরে এলেন অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে। রবসন দা সিলভাকে তখন বেশ ফুরফুরে লাগছিল। একটু আগেই চাপমুক্ত হয়ে গেছেন কিংসের টানা পঞ্চম বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের যেটি চতুর্থ বাংলাদেশ লিগ শিরোপা।

তবে এখানেই শেষ মনে করছেন না রবসন। হাসিমুখে বললেন, ‘আমাদের কাজ এখনো বাকি। স্বাধীনতা কাপ ও লিগ জিতেছি। বাকি আছে ফেডারেশন কাপ। মৌসুমে তিনটি শিরোপাই জেতা আমাদের লক্ষ্য। মঙ্গলবারই ফেডারেশন কাপের সেমিফাইনাল ম্যাচ আবাহনীর সঙ্গে। সেই ম্যাচটার কথা ভুলে গেলে চলবে না।’

বাংলাদেশের ঘরোয়া লিগে কিংসের শিরোপা জয় এখন যেন ডালভাত। তবে রবসন তা মনে করেন না। তাঁর মতে, বাংলাদেশের ঘরোয়া লিগ দিন দিন কঠিন হয়ে উঠেছে। বলছেন, ‘লিগ জেতা এত সহজ নয়। সবাই আসলে আমাদের হারাতে চায়। ফলে জয়টা আমাদের জন্য সহজ নয়।’

নিজের চারটি লিগের মধ্যে কোনটা বেশি কঠিন, এই প্রশ্ন করলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কথা, ‘এটাই বেশি কঠিন মনে হয়েছে আমার কাছে।’ অন্যবারের তুলনায় রবসনের পারফরম্যান্স পড়তির দিকে। সেরা সময়টা কি তিনি পেছনে ফেলে এসেছেন? রবসন বলেন, ‘গুরুত্বপূর্ণ হলো লিগ শিরেপা জয়। আপনি বলুন না, কারা চ্যাম্পিয়ন হয়েছে?’ এ কথা বলেই রবসন চলে যান সাজঘরে।

শিরোপা জয়ের পর বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের আনন্দ
শিরোপা জয়ের পর বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের আনন্দ

বসুন্ধরা কিংসের সাজঘরে ততক্ষণে কোলাহল কমেছে। দল ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছে। ক্লাবের এক কর্মকর্তা ‘৫ম শিরোপা জয়’ লেখা টি–শার্ট বিলি করছেন। অনেক দর্শক তা পেতে হাত বাড়িয়ে  দিয়েছেন। কেউ পেয়েছেন, কেউ পাননি।

কিংসের ৫ শিরোপার ৩টি জিতেছেন মিডফিল্ডার সোহেল রানা। সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে করতে কিংসের সাফল্য নিয়ে বললেন, ‘কিংস যে পেশাদার মানসিকতা নিয়ে দল গড়ে, তাতে শুধু দল গড়লেই হয় না, দলটাকে কীভাবে পরিচালনা করতে হয়, সেটাও গুরুত্বপূর্ণ। মাঠের বাইরে যা যা দরকার, সবই তারা করে। খেলোয়াড়দের পরিবারের পাশে থাকে। ফলে আমরা চিন্তামুক্ত হয়ে খেলতে পারি। তারই ফল টানা পঞ্চম শিরোপা। আর এর অংশ হতে পারা আমার জীবনের বড় একটা সাফল্য।’

পঞ্চম শিরোপা জয় কঠিন ছিল জানিয়ে উইঙ্গার রাকিবের কথা, ‘আমরা এই ম্যাচটাকে ফাইনাল হিসেবে নিয়েছিলাম। কারণ, প্রথম লেগে মোহামেডানের কাছে হেরেছিলাম আমরা।’ তিন ম্যাচ হাতে রেখে শিরোপা জয় সহজ ছিল না জানিয়ে রাকিবের কথা, ‘গতবারের চেয়ে কঠিন ছিল এবারের লিগ। দ্বিতীয় পর্বে মোহামেডান পয়েন্ট হারানোয় আমরা তিন ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করতে পেরেছি। এটা অনেক বড় সাফল্য।’

বসুন্ধরা কিংসের পতাকা নিয়ে সমর্থকদের উল্লাস
বসুন্ধরা কিংসের পতাকা নিয়ে সমর্থকদের উল্লাস

মাঠে আজ কিংসের পঞ্চম শিরোপা জয়ের উদ্‌যাপনটা সাদামাটাই ছিল। তবে ঘরের মাঠ কিংস অ্যারেনায় উৎসব করার কথা জানিয়ে রাকিব বলেন, ‘সামনে উৎসব করার সুযোগ তো আছেই আমাদের।’

এই ৫টি শিরোপার সঙ্গে জড়িয়ে আছে কোচ অস্কার ব্রুজোনের নাম। কিংসকে তিনি এনে দিয়েছেন একের পর এক সাফল্য। পঞ্চম শিরোপা জয়ের পরপরই রফিক উদ্দিন স্টেডিয়ামে দাঁড়িয়ে অনেক ভক্তের সেলফি তোলার আবদার মেটান স্প্যানিশ কোচ। জয়টা সহজে আসেনি জানিয়ে অস্কার বললেন, ‘একটা সময় ম্যাচে দারুণভাবে ফিরে আসে মোহামেডান। তবে আমাদের রক্ষণ ভালোভাবে তাদের সামাল দিতে পেরেছে।’

কিংসের ৫টি লিগ শিরোপাই আপনার অধীনে। কথাটা মনে করিয়ে দিলে হালকা প্রতিবাদ করে সফল এই কোচ বলেন, ‘আমার অধীনে নয়। বরং এভাবে বলি, ৫টিরই অংশ ছিলাম আমি। এটা ক্লাব সভাপতিসহ সবার চেষ্টার ফল।’ কোনটি কঠিন ছিল বেশি। প্রথমটি জানিয়ে বলেন, ‘নীলফামারীতে আমরা জিতি প্রথম ট্রফি। সেটি ছিল ব্যতিক্রম এবং খানিকটা রোমাঞ্চকর।’ এই শিরোপা কাকে উৎসর্গ করতে চান, প্রশ্নের উত্তরে ব্রুজোন বলেন ‘খেলোয়াড়দের করতে চাই। ওরা দারুণ খেলেছে। আমরা মাঠে একাত্ম ছিলাম এবং শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি।’

অস্কার মনে করিয়ে দিতে ভোলেননি মঙ্গলবার আবাহনীর সঙ্গে ফেডারেশন কাপের সেমিফাইনালের কথা, ‘দেখুন, আনন্দ করার সময় আসলে নেই। কালই নেমে পড়তে হবে ফেডারেশন কাপের সেমির প্রস্তুতিতে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.