হাকিমপুর উপজেলায় কামাল হোসেন রাজ চেয়ারম্যান নির্বাচিত

0
82
কামাল হোসেন রাজ

দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে মোটরসাইকেল প্রতীকে কামাল হোসেন রাজ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কামাল হোসেন রাজ পেয়েছেন ২২ হাজার ২৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টেলিফোন প্রতীকে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ। তিনি পেয়েছেন ১৯ হাজার ৩৭৮ ভোট। এ ছাড়াও আনারস প্রতীকে আমিনুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২৪২ ভোট। এছাড়া পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন ও পারুল নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা দুই জনেই বর্তমানে ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই উপজেলাতে মোট কেন্দ্র ছিল ৩৬টি।

বুধবার সন্ধা ৭টায় হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা মো. শিমুল সরকার বেসরকারিভাবে এই ঘোষণা দেন। এই উপজেলায় মোট ভোটার ৮০ হাজার ৩৩৬ জন। ভোট পড়েছে ৫৪ দশমিক ৫৯ শতাংশ।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় এক হাজার ৬৩৫ জন প্রতিদ্বন্দ্বী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ ২৮ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

প্রথম ধাপের নির্বাচনে ১১ হাজার ৫৫৬টি কেন্দ্র, ৮১ হাজার ৮০৪ ভোটকক্ষ, ৩ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ১০২ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ কোটি ৬০ লাখ ২ হাজার ২২৪, নারী ১ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৯০ ও ১৮৮ জন হিজড়া ভোটার রয়েছেন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১৩৯ উপজেলায় বুধবার (৮ মে) ভোট অনুষ্ঠিত হয়, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১ ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.