৪১ রানে ৭ উইকেট হারানোর পর সর্বনিম্ন রানে অলআউট হওয়ার শঙ্কায় ছিল জিম্বাবুয়ে। কিন্তু ৮ম উইকেটে মাসাকাদজা–মানদান্দের ব্যাটে প্রতিরোধ গড়ছে জিম্বাবুয়ে। এখন পর্যন্ত দুজনের জুটিতে উঠেছে ৫০ রান।
১৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৯৩ রানে ব্যাট করছে জিম্বাবুয়ে। মানদান্দে ৩৪ ও মাসাকাদজা ৩৪ রানে ব্যাট করছে।
একের পর এক উইকেট হারাচ্ছে জিম্বাবুয়ে। ৮ম ওভারে লুক জঙ্গিকে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানান সাইফউদ্দিন। এতে ৪১ রানে ৭ উইকেট নেই সফরকারীদের।
৮ ওভার শেষে ৭ উইকেটে ৪২ রানে ব্যাট করছে জিম্বাবুয়ে।
৯ বলে সাজঘরে জিম্বাবুয়ের ৫ ব্যাটার
বৃষ্টির মত উইকেট পড়ছে জিম্বাবুয়ের। সপ্তম ওভারে টানা দুই বলে দুটি উইকেট পেলেন তাসকিন। প্রথম বলে ফিরিয়েছেন উইলিয়ামসকে (০)। পরের বলে রিশাদকে ক্যাচ দিয়ে ফেরেন বার্ল (০)। এতে ৯ বলের ব্যবধানে ৫ উইকেট হারাল জিম্বাবুয়ে।
৩ বলে ৩ উইকেট নেই জিম্বাবুয়ের
নিজের প্রথম ওভারের শেষ বলে গাম্বিকে ফিরিয়েছেন সাইফদ্দিন। পরের ওভারে মেহেদীর প্রথম বলে রান আউটে ফেরেন বেনেট। ১৫ বলে ১৬ রান করেন জিম্বাবুয়ের এই ব্যাটার। পরের বলেই মেহেদীকে সুইপ করতে গিয়ে সাজঘরে সিকান্দার রাজা। ১ বল খেলেই ০ রানে আউট হলেন জিম্বাবুয়ে অধিনায়ক। এতে টানা তিন বলেই ৩ উইকেট হারাল জিম্বাবুয়ে। ক্রিজে উইলিয়ামসের সঙ্গে নতুন ব্যাটসম্যান ক্লাইভ মানদান্দে।
শুরুতেই আরভিনকে ফেরালেন মেহেদী
প্রথম ওভারে শরিফুলের পর দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন মেহেদী হাসান। নিজের দ্বিতীয় বলেই জিম্বাবুয়ের ওপেনার ক্রেগ আরভিনকে বোল্ড করেন তিনি। ২ বল খেলে রানের খাতাই খুলতে পারেননি আরভিন।
২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১৩ রান। ক্রিজে ১২ রানে আছেন গাম্বি ও ১ রানে আছেন বেনেট।
তানজিদের অভিষেক, সাইফউদ্দিনকে ফিরিয়ে বোলিংয়ে বাংলাদেশ
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে আজ থেকে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২০ বারের দেখায় বাংলাদেশ জিতেছে ১৩ ম্যাচে। জিম্বাবুয়ের জয় বাকি ৭টিতে। এদিকে দেশের মাটিতে অনেক এগিয়ে বাংলাদেশ। ১১ ম্যাচের মধ্যে ৮টিতেই জিতেছে তারা। দুই দলের সবশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশের জয় ৩টি।
চোটের কারণে প্রথম তিন ম্যাচের দলে নেই সৌম্য সরকার। এছাড়া ছুটি নেওয়ায় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও থাকছেন না চট্টগ্রাম পর্বে। এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। ১৮ মাস পর দলে ফেরা সাইফউদ্দিন একাদশে সুযোগ পেয়েছেন। বাংলাদেশ একাদশ সাজিয়েছে সাইফউদ্দিনসহ তিন পেসার আর দুই স্পিনার নিয়ে।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।