জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

0
96
লিওনেল মেসির জোড়া গোল

বিশ্বকাপজয়ী লিওনেল মেসির জোড়া গোলে মেজর লিগ সকারে (এমএলএস) দশম রাউন্ডের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি।

রোববার (২১ এপ্রিল) ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে নাশভিলকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। এদিন প্রতিটি গোলেই রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকার অবদান ছিল। এই ম্যাচে মেসি ছাড়া দলের পক্ষে অন্য গোলটি করেন সার্জিও বুসকেটস।

এদিন ম্যাচের দুই মিনিটের মাথায় আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মায়ামি। ডিফেন্ডার ফ্রাঞ্চো নেগ্রির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নাশভিল। তবে ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হতে দেননি মেসি।

৯ মিনিটের ব্যবধানে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা। বক্সে ঢুকে শট নেন মেসি, গোলরক্ষকের হাতে লেগে তা ফিরে এলে বিরতি শটে অনায়াসেই লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন সুপারস্টার।

এরপর প্রথমার্ধেই লিড নেয় মায়ামি। ম্যাচের ৩৯তম মিনিটে মেসির কর্নার কিক থেকে মাথার আলতো ছোঁয়ায় বল জালে জড়ান বুসকেটস।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৮১তম মিনিটে সফল স্পট কিকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন মেসি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্স লিগের টেবিলে ফের শীর্ষস্থানে উঠল মায়ামি। ১০ ম্যাচে ৫ জয় আর ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট তাদের। অন্যদিকে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিউইয়র্ক আরবির। বিপরীতে মাত্র ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ন্যাশভিলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.