জাকের জানালেন, ‘আলহামদুলিল্লাহ ভালো আছি’

0
103
ছবি- ফেসবুক ও মোহাম্মদ রাশেদ (চট্টগ্রাম থেকে)

গতকাল শেষ ওয়ানডেতে বাংলাদেশের জন্য যেন শনিই ভর করেছিল চট্টগ্রামে। লঙ্কানদের ব্যাটিং চলাকালে টাইগারদের মোট ৪ ক্রিকেটার ইনজুরির কবলে পড়েছেন। এদের মাঝে এনামুল হক বিজয় মাঠে ফিরে এলেও মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার এবং জাকের আলি অনিক আর মাঠে ফিরতে পারেননি। জাকেরকে নেওয়া হয়েছে হাসপাতাল পর্যন্ত।

ওয়ানডেতে ডাক পেলেও অভিষেক হয়নি জাকের আলী অনিকের। সৌম্য সরকারের বদলি হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন তিনি। আর তাতেই বিপদে পড়েন। লঙ্কান ব্যাটার প্রমোদ মাদুশানের ক্যাচ নেওয়ার পথে সংঘর্ষ হয় এনামুল হক বিজয় ও জাকেরের। এনামুল অবশ্য ক্যাচ নিয়েছেন ঠিকই। তবে জাকের চোট পেয়ে শুয়ে থাকেন অনেকক্ষণ। এরপর স্ট্রেচারে করে তাকে মাঠ থেকে বের করে নেওয়া হয়। এরপর জাকেরকে নিয়ে দ্রুতই নেওয়া হয় বেসরকারি হাসপাতাল অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে। সেখানে সিটি স্ক্যান করা হয় জাকেরের মাথায়। তাতে কোন সমস্যা খুঁজে না পেলেও পর্যবেক্ষণ করা চিকিৎসকরা জাকেরের ঘাড়ে চোট সনাক্ত করেছেন। তার ঘাড়ে ব্যথা আছে। এছাড়া এই ধরনের চোটে সাময়িক দৃষ্টিবিভ্রমও হতে পারে।

ইম্পেরিয়াল হাসপাতালের নিউরো সার্জন বিশেষজ্ঞ ডাক্তার মঈনুদ্দিন এম ইলিয়াস গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভিশনটা দেখেছি। ইমার্জেন্সি রেসপন্স দল দেখেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ঘাড়ের চোট। যে কন্ডিশন আছে রোগী স্থিতিশীল আছে এখন। আমরা উনাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ রাখতে চাই যেহেতু প্রচুর ব্যথা আছে। এরপর ২৪ ঘণ্টা পর আপডেট জানাব। এখানেই ভর্তি রাখব।’

একই হাসপাতালের অর্থপেডিক সার্জন আবু মোহাম্মদ সায়েম জানান, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে যাবেন জাকের, ‘উনার চোট মূলত ঘাড়ে। ব্রেনে কোন চোট পাওয়া যায়নি। নেক মোবিলাইজ করে দিয়েছি। আশা করি ২৪-৪৮  ঘণ্টার মধ্যে ব্যথা কমে যাবে। ইতোমধ্যে ব্যথা কমেছে। উনি কথা বলেছেন, ঔষধও খেয়েছেন। ভয় করার কোন কারণ নাই।’

মঙ্গলবার সকালে জাকের আলী অনিক নিজেই জানালেন তার সর্বশেষ অবস্থার খবর। নিজের ফেসবুক স্টোরিতে জাকের জানালেন, ‘আলহামদুলিল্লাহ ভালো আছি।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.