এআই এর ভবিষ্যতবাণী এবার চ্যাম্পিয়ন্স লিগ কে জিতবে দেখুন

0
118
চ্যাম্পিয়ন্স লিগ

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (ইউসিএল)। বছর জুড়ে এই টুর্নামেন্টের ম্যাচগুলোর ওপর নজর থাকে পুরো ফুটবল বিশ্বের। এবারের আসরের শেষ ষোলোর পর্ব পার করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইউরোপের অন্যতম সেরা আট ক্লাব। ইতোমধ্যে কোয়ার্টারে কার প্রতিপক্ষ কে হতে যাচ্ছে সেটাও নির্ধারণ হয়ে গেছে।

শেষ আটের টিকিট পাওয়া প্রতিটি দলের আছে শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা। নিজেদের সেরাটা দিতে পারলে বাজিমাত করতে পারে যে কেউ। তবে মাঠে নানা রোমাঞ্চ ও উত্তেজেনার পথ পেরিয়েই ছুঁতে হবে সেই ট্রফি। উত্তেজনা শুরুর আগেই অবশ্য সম্ভাব্য বিজয়ী দলের নাম জানিয়ে দিয়েছে ফুটবলের তথ্য–পরিসংখ্যান বিশ্লেষণী ওয়েবসাইট ‘অপ্টা’–এর সুপারকম্পিউটার।

শেষ আটের ড্রর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বানানো অপ্টার বাছাইয়ে দেখা গেছে এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। পেপ গার্দিওলার দলের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ৩২.৩০ শতাংশ। দ্বিতীয় স্থানে আছে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। যদিও শতাংশের হিসাবে রিয়ালের অবস্থান সিটির বেশ পেছনে। কার্লো আনচেলত্তির দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা ১৬.৮৭ শতাংশ।

সুপার কম্পিউটারের তৃতীয় ফেবারিট নামটি আর্সেনালের। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি কখনোই এ শিরোপা জিততে পারেনি। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ১৩.০৯ শতাংশ। চতুর্থ স্থানে আছে কিলিয়ান এমবাপ্পের দল পিএসজি। প্যারিসের ক্লাবটির শিরোপা জয়ের সম্ভাবনা ১১.৮০ শতাংশ। পরের অবস্থান বায়ার্ন মিউনিখের। বুন্দেসলিগায় ধুঁকতে থাকা বায়ার্নের ইউরোপ জয়ের সম্ভাবনা ১০.৭৫ শতাংশ।

অপ্টার এই তালিকায় শেষ দিক থেকে দুইয়ে আছে বার্সেলোনা। তালিকার ৭ নম্বরে জায়গা পেয়েছে জাভি হার্নান্দেজের দল। ৫.৬ শতাংশ সম্ভাবনা নিয়ে বরুসিয়া ডর্টমুন্ড আছে বার্সার ওপরে। এরপর তলানিতে থাকা দলটি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। যাদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সম্ভাবনা ৪.১৯ শতাংশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.