বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হচ্ছে রোজা। সে হিসেবে আজ রাতেই তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এদিকে রোজা রাখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেহরি ও ইফতার। সম্প্রতি সেই সময়সূচিও প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় প্রথম রোজার সেহরির শেষ সময় ভোর ৪টা ৫১ মিনিট ও ইফতারির সময় ৬টা ১০ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে আপনার জেলা অনুযায়ী নির্ধারিত সময় যোগ বা বিয়োগ করে নিতে হবে।
উল্লেখ্য, রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস ও যে কোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।