মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের অদূরে তামান পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে।
মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানিয়েছেন, রোববার রাত ১০টা ৫৩ মিনিটের দিকে ওই ৩ বাংলাদেশির মরদেহ রেললাইনের কাছে পড়ে থাকার খবর পান তারা।
তিনি বলেন, খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে কাজাং স্টেশন থেকে পাঁচজন কর্মীর একটি বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়।
সোমবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে এবং সবাই ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেছে।
তিনি আরও জানান, রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।