গ্রাহক পর্যায়ে যত টাকা বাড়ল বিদ্যুতের দাম

0
119
বিদ্যুতের দাম

এক বছরের মাথায় দেশে ফের গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এ পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে বেড়েছে ৭০ পয়সা। যা ফেব্রুয়ারি মাসের বিল থেকেই কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এরপর কোন ব্যবহারকারীর কত বিদ্যুৎ বিল বাড়তে পারে, তা জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিদ্যুৎ বিভাগ জানায়, বিদ্যুতের পাইকারি মূল্য প্রতি ইউনিটে ৩৪ পয়সা সমন্বয় করা হয়েছে। প্রতি ইউনিট ৬ দশমিক ৭০ টাকা থেকে ৭ দশমিক ০৪ টাকা হয়েছে। এ ক্ষেত্রে গড়ে দাম বেড়েছে পাঁচ ভাগ। অন্যদিকে খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে সাড়ে ৮ শতাংশ বাড়ানো হয়েছে। এতে গড়ে দাম বেড়েছে ৭০ পয়সা। অর্থাৎ প্রতি ইউনিট ৮ দশমিক ২৫ টাকার বিপরীতে ৮ দশমিক ৯৫ টাকা হয়েছে। এখানে গড় সমন্বয় সাড়ে আট ভাগ।

আবাসিক লাইফলাইন (০-৫০ ইউনিট) গ্রাহকের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২৮ পয়সা বেড়েছে। দেশে ১ কোটি ৬৫ লাখ লাইফলাইন গ্রাহক রয়েছে। সরকার তাদের ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবরাহ করে। এ ধরনের গ্রাহকদের মাসিক বিল সর্বোচ্চ ২২ টাকা বৃদ্ধি পাবে।

এ ছাড়া ০-৭৫ ইউনিট ব্যবহারকারী একজন আবাসিক গ্রাহকের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪১ পয়সা বাড়ানো হয়েছে। ফলে এ ধরনের গ্রাহকের মাসিক বিল সর্বোচ্চ ৪০ টাকা বৃদ্ধি পাবে। একইভাবে ২০০ ইউনিট ব্যবহারকারী একজন আবাসিক গ্রাহকের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫৭ পয়সা বাড়ানো হয়েছে। ফলে মাসিক বিল সর্বোচ্চ ১২২ টাকা বৃদ্ধি পাবে। আর অপেক্ষাকৃত বিত্তবান ১,২০০ ইউনিট ব্যবহারকারী একজন আবাসিক গ্রাহকের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ৩৫ পয়সা বাড়ানো হয়েছে। ফলে মাসিক বিল সর্বোচ্চ ১,৪৪৩ টাকা বৃদ্ধি পাবে।

অন্যদিকে সেচ ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫ টাকা ২৫ পয়সা। সেচ গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪৩ পয়সা বাড়ানো হয়েছে। ফলে ৫০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী একজন সেচ গ্রাহকের মাসিক বিল সর্বোচ্চ ২৬২ টাকা বৃদ্ধি পাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.