বিপিএলের দশম আসরের ফাইনালে যাওয়ার লড়াইয়ে রংপুর রাইডার্সের পেস অলরাউন্ডার জেমি নিশাম ঝড় দেখিয়েছেন। তার সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে ১৮৫ রান তুলেছে রংপুর।
আসরের প্রথম কোয়ালিফায়ারে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মিরপুরের উইকেটের সুবিধা নিয়ে ২৭ রানে রংপুরের ৩ উইকেট তুলে নেয় গত দুই আসরের বিপিএল চ্যাম্পিয়নরা। একে একে ফিরে যান শামীম পাটোয়ারি (০), রনি তালুকদার (১৩) ও সাকিব আল হাসান (৫)।
বিপদে দলের হাল ধরেন জেমি নিলাম ও শেখ মাহেদি। তারা ৩৯ রান যোগ করেন। মাহেদি ফিরে যান ২২ রান করে। নিকোলাস পুরান আউট হন ১৪ রান করেন। বাকি গল্পে খানিকটা আছেন নুরুল হাসান, বাকিটা নিশামের। নুরুল খেলেন ২৪ বলে এক ছক্কা ও চারটি চারের শটে ৩০ রানের ইনিংস।
পাঁচে ব্যাটে নেমে কিউই অলরাউন্ডার নিশাম খেলেন ৯৭ রানের হার না মানা ইনিংস। তার ব্যাট থেকে সাতটি দুর্দান্ত ছক্কার শট দেখা যায়। ৪৯ বলের ইনিংসে ছিল আটটি চারের শট। নিলাম ১৯৭ স্ট্রাইক রেটে রান তুলেছেন।
তার ঝড়টা সবচেয়ে বেশি গেছে তরুণ পেসার মুশফিক হাসানের ওপর দিয়ে। ডানহাতি এই পেসার ৪ ওভারে ৭২ রান দিয়ে মাত্র ১টি উইকেট নিয়েছেন। আন্দ্রে রাসেল ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ২ উইকেট। তানভির ইসলাম ৪ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। অসাধারণ বোলিং করেছেন সুনীল নারিন। তিনি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।