পারিবারিক বিরোধ, বাবা-ভাইসহ ১২ আত্মীয়কে গুলি করে হত্যা

0
115
ইরানের পুলিশ

পারিবারিক বিরোধের জেরে বাবা ও ভাইসহ ১২ আত্মীয়কে গুলি করে হত্যা করেছে ইরানের এক যুবক।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ৩০ বছর বয়সী ওই যুবক কালাশনিকভ রাইফেল ব্যবহার করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। যদিও পরবর্তীতে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়। পারিবারিক বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তবে ওই যুবকের পরিচয় জানানো হয়নি।

অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, হামলাকারীর পরিবারের মধ্যে কয়েক দিন ধরে ঝামেলা চলছিল। সেই বিরোধের জেরেই ওই যুবক শনিবার হঠাৎ করে বাড়িতে ঢুকে পরিবারের লোকেদের ওপর গুলি চালালে এই ভয়াবহ ঘটনা ঘটে।

উল্লেখ্য, ইরানে এমন গণহত্যা বিরল। দুই বছর আগে দেশটির একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বরখাস্ত হওয়া এক কর্মচারী তিনজনকে গুলি করে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.