সাদারল্যান্ডের রেকর্ড ২১০, এক ইনিংসে অস্ট্রেলিয়ার দুই রেকর্ড

0
139
অ্যানাবেল সাদারল্যান্ড

অ্যানাবেল সাদারল্যান্ডের রেকর্ড দ্বিশতক, অ্যালিসা হিলির ৯৯ রানের ইনিংসে পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড স্কোর গড়েছে অস্ট্রেলিয়ার নারী দল। ১ উইকেট বাকি থাকতে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করেছে তারা। মেয়েদের টেস্টে এখন এটিই সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ স্কোরও ছিল অস্ট্রেলিয়ারই, ১৯৯৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে ৫৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল তারা।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানেই অলআউট করে দেওয়ার পর ১২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল অস্ট্রেলিয়াও। সেখান থেকে বেথ মুনিকে নিয়ে দলকে টেনে তোলেন হিলি। মুনির সঙ্গে ১৫৫ রানের পর সাদারল্যান্ডের সঙ্গে হিলি তোলেন আরও ৮২ রান। হিলি নিজে অবশ্য পুড়েছেন ১ রানের আক্ষেপে।

মেয়েদের টেস্টে সর্বোচ্চ স্কোর।

পরের গল্পটা সাদারল্যান্ডের। ছয়ে নামা ২২ বছর বয়সী সাদারল্যান্ড ২৫৬ বলে খেলেছেন ২১০ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের মেয়ে তিনি, সম্প্রতি অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছে অ্যানাবেলের ভাই উইলিয়ামেরও।

২২ বছর বয়সী সাদারল্যান্ড মেয়েদের টেস্টে দ্বিশতক করা নবম ব্যাটার। এ তালিকায় এখন অস্ট্রেলিয়ারই পাঁচজন। সাদারল্যান্ডের ২১০ রানের ইনিংসটি চতুর্থ সর্বোচ্চ, সবার ওপরে পাকিস্তানের কিরন বালুচ (২৪২)। একটা জায়গায় অবশ্য সাদারল্যান্ড সবচেয়ে এগিয়ে। পাঁচ বা এর পরে নেমে মেয়েদের টেস্টে প্রথম দ্বিশতক করা ব্যাটার তিনি। মিতালি রাজের পর সবচেয়ে কম বয়সে দ্বিশতক করলেন সাদারল্যান্ড।

সাদারল্যান্ড রান করেছেন ৮২.০৩ স্ট্রাইক রেটে। এর আগের দ্বিশতক ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল ৬৬.৭৭ (কারেন রোল্টন)। ২৭টি চারের সঙ্গে তিনি মেরেছেন ২টি ছক্কা, এর আগে কেউ একাধিক ছক্কা মারেননি।

সাদারল্যান্ডের দ্বিশতকে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে নেয় ৪৯৯ রানের লিড। প্রথম ইনিংসে লিড নেওয়ার ক্ষেত্রে ৮৯ বছরের রেকর্ড ভাঙল তারা। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। ১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে তারা নিয়েছিল ৪৫৯ রানের লিড।

দ্বিতীয় ইনিংসে ১৩ রানে ৩ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অবশ্য দিনশেষে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.