দেশ সেরা হয়েছেন পাহাড়ের দুই টেনিস তারকার গল্প

0
144
খ্যই খ্যই মারমা ও রামহিম লিয়ান বম
শুধু ফুটবল,ক্রিকেটে নয় বর্তমানে পাহাড় থেকে দেশ সেরা হয়েছেন দুই টেনিস তারকা।
বান্দরবানের রামহিম লিয়ান বম। আরেকজন রাংগামাটির মেয়ে খ্যই খ্যই মারমা।যিনি কিনা ০৫(পাঁচ) বারের জাতীয় চ্যাম্পিয়ন সোনাম সুলতানাকে হারিয়ে করেছেন রেকর্ড।
আপনারা আমাদের পার্বত্য অঞ্চলের গর্ব! বাংলাদেশের অহংকার ।
বাংলাদেশে এই বম জনগোষ্ঠী প্রায় এখন বিলুপ্ত। পাহাড়ের কিছু সংখ্যক এখনো কষ্ট করে জীবনযাপন করছেন । সেখান থেকে এইবার দেশের মঞ্চে নিজ জাতির সত্তাকে তুলে ধরেছেন রামহিম লিয়ান বম। দেখিয়ে দিয়েছেন আমার জাতি এখনো লড়াই করে বেচেঁ আছে।
রামহিম বম ৩৯-তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বালক ও পুরুষ একক – দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। বাংলাদেশের টেবিল টেনিস বুকে এটি রেকর্ড। এর আগে কেউ-ই এভাবে একসঙ্গে দুইটি তে চ্যাম্পিয়ন হতে পারেনি।একমাত্র বান্দরবানের এই রামহিম বম সেটি পেরেছেন।
বর্তমানে রামহিম বম এইচএসসি পরিক্ষার্থী,বান্দরবান শহর থেকে ৬০ কিলোমিটার দূরের বগা লেক। তার পাশেই বম জাতিগোষ্ঠীর গ্রাম। সেই গ্রামে বিদ্যুৎ এখনও পৌঁছায়নি, আর আমরা পাহাড়ের উন্নয়ন,উন্নয়ন হয়েছে বলে বনকে উজার করছি,অথচ বর্তমানে সে গ্রাম আধুনিকতার ছোঁয়া থেকেও এই পাড়ার মানুষ অনেকটা দূরে আছে। রামহিম বাবা জুয়ামডো বম এই গ্রামের মানুষ। রুমার একটি গির্জার তিনি ফাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। উপাসনালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি জুমচাষেও সময় দিতে হয়। এ-ই করে যা আয়, তা দিয়েই কষ্টে চলে তাঁর আট সদস্যের সংসার। আর্থিক দৈন্যদশার কারণে বড় মেয়েকে উচ্চমাধ্যমিকের পর আর পড়াতে পারেননি। পরের তিন সন্তানকেও পড়াশোনায় বেশি দূর এগিয়ে নিতে পরেননি। তাই পঞ্চম সন্তান রামহিম লিয়ান বমকে নিয়ে জুয়ামডোর অনেক স্বপ্ন।
জাতীয় দলে সুযোগ পেয়েই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন রামহিম লিয়ান বম। ২০২১ সালে মালদ্বীপে দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টিটিতে অনূর্ধ্ব-১৯ দলগত বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম রামহিম। আন্তর্জাতিক টিটিতে এটিই বাংলাদেশের প্রথম এবং একমাত্র সোনা। ওই সোনা জয়ের সুবাদে সেবার বাংলাদেশ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপেও খেলার যোগ্যতা অর্জন করেন।
অন্যদিকে খ্যই খ্যই মারমা এসএসসি পরিক্ষার্থী রাঙামাটি রাজস্থলির উপজেলা চুশাকপাড়ায় তার বাড়ি। বাসার সামনে নারা খিইয়ং নামে খাল আছে। সেটি পার হয়ে বাজারে যেতে হয়। সূত্র অনুযায়ী বর্ষাকালে খালে পানি বাড়লে আর বাড়ি থেকে বের হতে পারেন না,কষ্ট হয়ে যায় গ্রামের মানুষদের এইভাবে চলছে তার পরিবার।
এইবার বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত প্রাইজমানি র‌্যাঙ্কিং টিটি প্রতিযোগিতায় গত ৩০/০১/২০২৪খ্রিঃ দ্বিমুকুট জিতেছেন ১৬ বছরের খ্যই খ্যই। বালিকা অনূর্ধ্ব-১৯ একক ও মেয়েদের সিনিয়র এককে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথমবার জুনিয়রে সেরা হন এবং সিনিয়রে এই প্রথম সেরা।
খ্যই খ্যই মারমা ও রামহিম লিয়ান বম
সিনিয়রে সেরা হওয়ার পথে খ্যই খ্যই গত ৩০/০১/২০২৪খ্রি: ফাইনালে হারিয়ে দিয়েছেন বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন নড়াইলের মাশরাফি ফাউন্ডেশনের সাদিয়া রহমানকে (মৌ)। সাদিয়া হেরেছেন ৩-১ ব্যবধানে। সাদিয়া আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করেছেন বেশ কয়েকবার। তাঁকে হারানো সহজ নয়। খ্যই খ্যই যেন বড় একটা চমকই দিয়েছেন সবাইকে।
শুধু তা–ই নয়, শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোরে আয়োজিত এই প্রতিযোগিতায় হারিয়েছেন দেশের আরেক শীর্ষ টিটি তারকা পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন সোনাম সুলতানাকেও (সোমা)। গত বছর চট্টগ্রামে হওয়া জাতীয় প্রতিযোগিতায় কোয়ার্টার ফোইনালে সোনাম সুলতানার কাছেই হেরেছিলেন খ্যই খ্যই। এবার সেই সোনামকে কোয়ার্টার ফাইনালে দাঁড়াতেই দেননি খই খই। হারিয়ে দিয়েছেন ৩-০ সেটে। বালিকা এককে হারিয়েছেন নড়াইলের মাশরাফি ফাউন্ডেশনের সামান্তা হোসেনকে (৩-২) সিনিয়রের সেমিতে।
সেই সময়টা নিয়ে রাংগামাটির এই টেনিস তারকা বললেন, ‘কোয়ান্টামে আমি ভর্তি হই ২০১৫ সালে। ওখানে বাছাই হতো কাকে কোন খেলায় দেবে। কোচেরা আমাকে দেন টিটিতে। প্রথম প্রথম মজা করে টিটি খেলতাম। পরে খেলাটা ভালো লেগে যায়। ভালোমতো শুরু করি ২০১৭-১৮ সালের দিকে।
রাংগামাটির খ্যই খ্যই টিটিতে পেয়েছেন বিকেএসপির প্রাতিষ্ঠানিক শিক্ষা।তার একমাত্র বোন স্লাহ্লাউ নার্সিং কোর্স করে নার্স হয়েছেন। পরিবারের আর্থিক অভাবে আছেন। তিনি বলেন ‘আমাদের নিজস্ব জমি আছে। বাবা-মা দুজনই সেই জমিতে কাজ করেন। আমাদের মূল চাষ কলা, কচু, আদা, হলুদ—এসব চাষ করে আমার পরিবার চলে।
এখন পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখেন তিনি। স্বপ্ন দেখেন নিজেকে আরও সামনে এগিয়ে নেওয়ার। দেশেকে এনে দিতে চান আন্তর্জাতিক সাফল্য। এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে মালদ্বীপ, ভারতে জুনিয়র টুর্নামেন্ট খেলা হয়েছে। দক্ষিণ কোরিয়া ও নেপালে সিনিয়র বিভাগে খেলেছেন। কোরিয়ায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতেছে, সেই জয়ের অংশ ছিলেন খ্যই খ্যই মারমা।
আপনাদের জন্য আমাদের এই ছোট্ট ফুটবল কমিউনিটির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আপনারা পার্বত্য অঞ্চলের হাজারো তরুণ – তরুণীদের অনুপ্রেরণা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.