জ্বালানি আমদানির জন্য ২১০ কোটি ডলারের ঋণচুক্তি সই

0
119
আইটিএফসির সঙ্গে আজ বুধবার ঋণচুক্তি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, ছবি: সংগৃহীত

জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে নিয়মিত ঋণ দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)। এবার তেলের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে বাংলাদেশকে ঋণসহায়তা দিচ্ছে আইটিএফসি।

জ্বালানি (তেল ও এলএনজি) আমদানির জন্য ২১০ কোটি মার্কিন ডলার ঋণ নিতে আইটিএফসির সঙ্গে চুক্তি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি সই হয়।

চুক্তি সইয়ের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, জ্বালানি খাতের জন্য চুক্তিটি মাইলফলক। জ্বালানি তেল আমদানির জন্য অনেক দিন ধরে আইডিবি থেকে ঋণসহায়তা নেওয়া হচ্ছে। এবারের ঋণ থেকে ৫০ কোটি ডলার পাওয়া গেছে এলএনজি আমদানির জন্য। বাকি ১৬০ কোটি ডলার জ্বালানি তেল আমদানিতে ব্যবহার করা হবে।

ঋণচুক্তিটি ২০২৪-২৫ অর্থবছরের জন্য করা হয়েছে। নতুন এই ঋণচুক্তির মাধ্যমে জ্বালানি খাতের সংকট অনেকটা দূর হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

চুক্তিতে জ্বালানি বিভাগের পক্ষে সই করেন জ্বালানি সচিব নূরুল আলম। আইটিএফসির পক্ষে সই করেন সংস্থাটির প্রধান পরিচালন কর্মকর্তা এম নাজিম নুরদালি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.