বান্দরবানের রুমা উপজেলায় ছয়জনকে অপহরণ করা হয়েছে। আজ বুধবার ভোরে তাদের পাইন্দু ইউনিয়নের নিয়ংক্ষ্যংপাড়া থেকে অপহরণ করা হয়। তবে অপহৃতদের কাছ থেকে এখনও কোনো মুক্তিপণ চাওয়া হয়নি।
তবে ভয়ে অপহৃত ছয়জনের পরিবারের সদস্যদের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাইন্দু ইউনিয়নের নিয়ংক্ষ্যংপাড়া থেকে বুধবার ভোরে ছয়জনকে অপহরণ করার কথা শুনেছি। তাদের পরিবারের কাছ থেকে এখনও কোনো মুক্তিপণ চাওয়া হয়নি। এলাকাবাসীরা জানিয়েছেন, অপহরণের পেছনে কেএনএফ এর সম্পৃক্ততা রয়েছে।
রুমা থানার ওসি মো. শাহজাহান বলেন, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা ও স্থানীয়দের মাধ্যমে অপহরণের বিষয়টি জেনেছি। তবে কারা অপহরণ করেছে সে বিষয়ে তদন্ত চলছে।