৬.৫ ওভারেই ৮৭ রান, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল অস্ট্রেলিয়া

0
117
১৮ বলে ৪১ রান করেছেন জেইক ফ্রেজার–ম্যাগার্কএএফপি

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতক জেইক ফ্রেজার-ম্যাগার্কের। অস্ট্রেলিয়ার সেই ব্যাটসম্যান আজ ক্যানবেরায় ঝড় তুললেন জাতীয় দলের হয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ওপেনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ১৮ বলে করেছেন ৪১ রান। ঝড় তুলেছেন জশ ইংলিশও। ১৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন ইংলিশ। এ দুজনের বিস্ফোরক ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ স্রেফ উড়ে গেছে।

প্রথমে ব্যাটিং করে ২৪.১ ওভারে ৮৬ রানে অলআউট হয়েছিল ক্যারিবীয়রা। অস্ট্রেলিয়া রানটা ৬.৫ ওভারেই ছুঁয়ে ফেলে ২ উইকেট হারিয়ে। ২৫৯ বল হাতে রেখে জিতেছে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়নদের এটাই সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড। এর আগে ২০০৪ সালে সাউদাম্পটনে যুক্তরাষ্ট্রের ৬৬ রান ২৫৩ বল হাতে রেখে জিতেছিল অস্ট্রেলিয়া।

ম্যাথু ফোর্ডের করা ইনিংসের চতুর্থ ওভারে ২৪ রান তোলে অস্ট্রেলিয়া। ৩ ছক্কা ও ১ চারে এর ২৩-ই করেন ফ্রেজার-ম্যাগার্ক। পরের ওভারের প্রথম দুই আলজারি জোসেফকে আরও দুটি চার মারার পর তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে ক্যাচ তোলেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.