ক্যানসার বিরুদ্ধে লড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। বৃহস্পতিবার রাতে জরায়ু মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে পুনমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে খবর প্রচার করা হয়। পরে তাঁর ম্যানেজারের বরাতে এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ ভারতের শীর্ষ সংবাদমাধ্যমে পুনমের মৃত্যুর খবর আসে। শুধু তাই নয়, পুনমের মৃত্যু নিয়ে শোকও জানিয়েছেন বলিউডের সহশিল্পীরা।
এর মধ্যেই আজ শনিবার দুপুরে এক ভিডিও বার্তায় পুনম জানান, তিনি বেঁচে আছেন। মূলত জরায়ু ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি করতেই মৃত্যুর খবরটি ছড়িয়েছেন।
২০১৩ সালে ‘নাশা’ দিয়ে বলিউডে পুনমের অভিষেক হয়। তাঁকে কঙ্গনা রনৌতের রিয়েলিটি শো ‘লক আপে’ দেখা গিয়েছিল। এই শোয়ের কারণে বেশ আলোচনায় উঠে এসেছিলেন তিনি।
এ ছাড়া ‘খতরো কা খিলাড়ি’-তে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী। বেশ কিছুদিন আগে মালদ্বীপে এক শুটিং বাতিল করে চর্চায় উঠে এসেছিলেন পুনম। দেশের প্রতি ভালোবাসার কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।