ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরে ৯ পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ জানুয়ারি) ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাসসির টিপু হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সকালে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরে সশস্ত্র অজ্ঞাত ব্যক্তি পাকিস্তানি প্রবাসীদের একটি বাসায় হামলা চালায়। পরে ঐ বাসা থেকে ৯ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
মেহের নিউজ জানিয়েছে, এখন পর্যন্ত কোনও গোষ্ঠী বা ব্যক্তি এ ঘটনার দায় স্বীকার করেনি। ইরানি মানবাধিকার সংগঠন হালভাশ জানিয়েছে, নিহতরা পাকিস্তানি শ্রমিক। সারাভান শহরে তারা অটো মেরামতের কাজ করতেন।ঐ বাসায় হামলার ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
ইরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাসসির টিপু বলেন, ৯ পাকিস্তানি হত্যার ঘটনায় আমারা গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারকে পূর্ণ সহায়তা দেবে দূতাবাস। এরই মধ্যে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। আহতদের চিকিৎসা চলমান। এই বিষয়ে পূর্ণ সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছি।
যে সময় পাকিস্তান ও ইরানের সামরিক বাহিনীর হামলা-পাল্টা হামলায় কূটনৈতিক সম্পর্কে ব্যাপক উত্তেজনা চলমান সেই সময়ে সারাভানে ৯ পাকিস্তানি নাগরিককে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটলো।
সম্প্রতি পাকিস্তানে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এর ৪৮ ঘণ্টার মধ্যেই ইরানের বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তান।