চীনে ভূমিধসে নিহত ২, চাপা পড়েছেন ৪৭ জন

0
146
শূন্য তাপমাত্রায় কাজ করছেন উদ্ধারকারীরা। ছবি বিবিসি

চীনের দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশে ভূমিধসে ২ জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৫টা ৫১ মিনিটে স্থানীয় সময় ইউনান প্রদেশের জেনসিয়ং নগরীতে ভূমিধসের এ ঘটনা ঘটে। এতে ১৮টি বাড়ির ৪৭ জন মানুষ চাপা পড়েছেন। খবর বিবিসির

শূন্যের কম তাপমাত্রার ওই এলাকায় পুরোপুরি উদ্ধার করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, স্তুপের নিচ থেকে অচেতন মানুষদের বের করা হচ্ছে। লিয়াংশুই গ্রামের এক বাসিন্দা জিমু নিউজকে জানান, ঘুমন্ত অবস্থায় ভূমিধসের ঘটনা ঘটে। তিনি বলেন, প্রবল ঝাঁকুনির সঙ্গে বিকট এক শব্দ হয়, এরপর ভূমিধসের ঘটনা ঘটে। বড় ভূমিকম্পের মতো এটি অনুভূত হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন, পাহাড়টি তুষারের ধুলোয় ঢাকা। সেখানে শ্রমিকদের ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

চীনের ভাইস প্রেসিডেন্ট প্রিমিয়ার ঝাং গুওকিং উদ্ধার অভিযান পরিচালনাকারী একটি ওয়ার্ক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন।

প্রসঙ্গত, চীনের প্রত্যন্ত এলাকা ইউনানে ভূমিধস একটি সাধারণ ঘটনা। যেখানে হিমালয়ের বিপরীতে খাড়া পর্বতশ্রেণি রয়েছে। সেখান প্রায়ই বন্যা হয়। এছাড়া সেখানে অনেক কয়লা খনি রয়েছে। গ্রামবাসীর বরাতে নিউজ চায়না জানায়, ওই এলাকায় বসবাসকারী বেশিরভাগ বাসিন্দাই বৃদ্ধ ও শিশু।

এর আগে ২০১৩ সালের জানুয়ারিতে ঝাওটং শহরের জেনসিয়ংয়ে ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.