লিওনেল মেসি এখন খেলেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে। রোনালদো আছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। দুই প্রান্তের দুই লিগে দু’জনই ভালো ফুটবল খেলছেন। দু’জন মাঠে নামলে তাদের নাম ধরে ভক্তদের স্লোগান দেওয়াও নতুন কিছু না।
তবে দু’জনের কেউই মাঠে নেই অথচ স্লোগান উঠছে এমন বিষয় সচরাচর দেখা যায় না। ওই স্লোগান যদি হয় মেসির নামে, তাও আবার ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ির ওঠানে তাহলে বিষয়টি কেমন দেখাবে!
বার্সেলোনা ও ওশাসুনার বিপক্ষে সুপারকোপার সেমিফাইনালে ঘটেছে ওই ঘটনা। ম্যাচটি হয়েছে সৌদি আরবের আল আওয়াল পার্ক স্টেডিয়ামে। যেটি আবার রোনালদোর দল আল নাসরের ঘরের মাঠ। ম্যাচের প্রথমার্ধে যখন বার্সেলোনা গোল পাচ্ছে না, তখন ওই স্টেডিয়ামের ভক্তরা মেসির নামে স্লোগান দেওয়া শুরু করেন।
স্লোগানে অবশ্য প্রথমার্ধে গোল পায়নি বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধে লেভানডভস্কি গোল করেন। পরে গোল আসে লামিন ইয়ামেলের পা থেকে। বার্সেলোনা জয় নিয়ে মাঠ ছাড়ে। সুপারকোপা দে স্পেনের ফাইনালে আগামী ১৫ জানুয়ারি রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা।