যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ‘মিডিয়া প্রিভিউ ইভেন্ট ২০২৪’ অনুষ্ঠানে সারাবিশ্বে দ্রুত জনপ্রিয় হওয়া স্মার্টফোন ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে রিয়েলমি। ১২ প্রো সিরিজে ফ্ল্যাগশিপ পেরিস্কোপ টেলিফটো লেন্স যুক্ত করার ঘোষণা দিয়েছে ব্র্যান্ডটি। ইভেন্টে পেরিস্কোপ টেলিফটো প্রযুক্তি ও বিলাসবহুল ঘড়ির ডিজাইনের ফিচারে রিয়েলমি-১২ প্রো সিরিজটি উন্মুক্ত করা হয়।
রিয়েলমি প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি বছরের শুভেচ্ছা জানিয়ে ব্র্যান্ডের ভক্তদের উদ্দেশে লেখা খোলা চিঠিতে ২০২৪ সালকে রিব্র্যান্ডিংয়ের বছর হিসেবে ঘোষণা করেন। রিব্র্যান্ডিং ঘোষণার পর বৈশ্বিক আনুষ্ঠানিক যোগাযোগের প্রাথমিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে উল্লিখিত মিডিয়া ইভেন্টকে। গবেষণায় জানা গেছে, তরুণ স্মার্টফোন ভক্তরা স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে তিন গুণ বা তার বেশি টেলিফটো লেন্স পছন্দ করে; যা মূলত ফ্ল্যাগশিপ ফোনেই ব্যবহৃত হয়। তরুণ প্রজন্মের আগ্রহের কথা বিবেচনা করে ব্র্যান্ডটি ১২ প্রো সিরিজটিতে ফ্ল্যাগশিপ-এক্সক্লুসিভ পেরিস্কোপ টেলিফটো প্রযুক্তি যুক্ত করেছে।
সিরিজটি রাতে ছবি তোলার সময় আশপাশের উজ্জ্বলতা কমিয়ে সাবজেক্টকে সুস্পষ্ট করে। স্বাভাবিক ছবি তুলতে ৭১ এমএম গোল্ডেন ফোকাল লেন্থের সঙ্গে আছে তিন গুণ পোর্ট্রেট মোড। ডিভাইসটির টেলিফটো সক্ষমতায় গ্রাহককে ১২০ গুণ পর্যন্ত ডিজিটাল জুমের অভিজ্ঞতা দেবে বলে নির্মাতারা জানিয়েছে।
কবির হাসান