রিয়ালের জয়ের পর বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে যা বললেন আনচেলত্তি

0
144

স্প্যানিশ ফুটবলে আরানদিনা তেমন পরিচিত কোনো দল নয়। শক্তি-সামর্থ্যে রিয়াল মাদ্রিদের ধারেকাছেও নেই। এমন দলের বিপক্ষে কোপা দেল রের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে একাধিক তারকা খেলোয়াড়কে বেঞ্চে রেখে মাঠে নামে রিয়াল।

রদ্রিগো, ফেদেরিকো ভালভের্দে ও জুড বেলিংহামদের মতো তারকাদের ছাড়াও অবশ্য জয় পেতে কোনো সমস্যা হয়নি কার্লো আনচেলত্তির দলের। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ায় রিয়াল। শেষ মুহূর্তে এক গোল শোধ করে আরানদিনা। শেষ পর্যন্ত রিয়াল মাঠ ছাড়ে ৩-১ গোলে। রিয়ালের হয়ে গোল করেন হোসেলু, ব্রাহিম দিয়াজ ও রদ্রিগো।

রিয়ালের হয়ে এ ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে আলোচনায় থাকা তুরস্কের ১৮ বছর বয়সী মিডফিল্ডার আরদা গুলেরের। অভিষেকে গোল না পেলেও তাঁর পারফরম্যান্স মুগ্ধ করেছে রিয়াল–সমর্থকদের। গুলেরকে নিয়ে ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, ‘সে এক ঘণ্টা ধরে বেশ ভালো মানের ফুটবল খেলেছে। শারীরিকভাবে যদিও সর্বোচ্চ স্তরে ছিল না। এরপরও সে নিজের মান দেখিয়েছে। প্রথমার্ধে দারুণ খেলেছে। আমি বলেছি, তাকে নিয়ে আমাদের ধৈর্য দেখাতে হবে। তার দারুণ ব্যক্তিত্ব আছে। এটা ভালো।’

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, রয়টার্স

এ ম্যাচে দলের খেলা নিয়ে আনচেলত্তির মূল্যায়নটা ছিল এ রকম, ‘এটা কঠিন ছিল না, এটাই আমাদের কাজ। তারা নিজেদের খেলাটা খেলার চেষ্টা করেছে। প্রথমার্ধে তারা বেশি সুযোগ পেয়েছে। দ্বিতীয়ার্ধে শারীরিকভাবে তারা শক্তি হারিয়েছে।’

এ সময় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার খেলা নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। লা লিগায় পয়েন্ট তালিকার তিনে থাকা বার্সাকে নিয়ে রিয়াল কোচ বলেছেন, ‘আমার মনে হয়, বার্সা ভালো করছে। তারা লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও কোপা দেল রের জন্য লড়াই করছে। অন্যদের বিশ্লেষণ করা আমি পছন্দ করি না। কিন্তু তারা সব কটি শিরোপার জন্য লড়াই করছে।’

একই রাতে আরেক ম্যাচে জয় পেয়েছে লা লিগার দ্বিতীয় স্থানে থাকা দল জিরোনাও। এলচের বিপক্ষে তাদের মাঠে জিরোনার জয় ২-০ গোলে। ম্যাচে অবশ্য এলচে ভালোই লড়াই করেছিল। ৪৬ শতাংশ বলের দখল রেখে ২২টি শটও নিয়েছিল। কিন্তু কাঙ্ক্ষিত গোলটাই পায়নি তারা। অন্যদিকে তুলনামূলকভাবে সুযোগ কম তৈরি করলেও জয়ের জন্য প্রয়োজনীয় গোলটি ঠিকই আদায় করে নিয়েছে জিরোনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.