জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি, আরও বড় ঢেউয়ের আশঙ্কা

0
148
জাপানে ভূমিকম্পের পর ইশিকাওয়া অঞ্চলে সড়কে ফাটল দেখা দিয়েছে, ১ জানুয়ারি, ২০২৪, ছবি: রয়টার্স

জাপানে আজ সোমবার ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া বিভাগ উপকূলীয় প্রশাসনিক অঞ্চল ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামার জন্য সুনামি সতর্কতা জারি করেছে। এসব অঞ্চলের স্থানীয় মানুষকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সাগরের পশ্চিম উপকূলের কিছু এলাকায় ইতিমধ্যে প্রায় ১ মিটার (৩ ফুট) উচ্চতার সুনামি হয়েছে। আরও বেশি উচ্চতার ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হায়াশি ইয়োশিমাসা এক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, তাঁরা এখনো ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করেননি। সম্ভাব্য আফটার শকের (ভূমিকম্প–পরবর্তী কম্পন) জন্য স্থানীয় মানুষকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এনএইচকেতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইশিকাওয়ায় ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের কারণে ওই উপকূলের বিপরীত পাশে থাকা টোকিও শহরের ভবনও কাঁপতে দেখা গেছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার বলেছে, ইশিকাওয়া ও তোয়ামা অঞ্চলের ৩৬ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে জাপানের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলেছে, জাপান সাগরের কাছে অবস্থিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত কিছু হওয়ার খবর পাওয়া যায়নি।

২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তর–পূর্বাঞ্চলে বড় ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এতে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান। এ ছাড়া তখন ফুকুশিমায় পারমাণবিক কেন্দ্রে বিপর্যয় দেখা দেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.