২০২২ সালের এই সময়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতার আনন্দে উন্মাতাল ছিল আর্জেন্টিনার মানুষ এবং বিশ্বজুড়ে তাঁদের জাতীয় দলের সমর্থকেরা। আর এখন সেই মধুর স্মৃতির বর্ষপূর্তি উদ্যাপন করছে তাঁরা। আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার বর্ষপূর্তি উদ্যাপনের এই আয়োজনে যুক্ত হয়েছে রাফায়েল নাদালের একাডেমিও। টেনিস মহাতারকা রাফায়েল নাদালকে দেওয়া লিওনেল মেসির বিশেষ উপহারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে একাডেমি কর্তৃপক্ষ।
রাফায়েল নাদাল একাডেমির পোস্ট করা সেই ছবিতে দেখা যায়, একটি কাচের বাক্সে মেসির স্বাক্ষর করা ১০ নম্বর জার্সি। তিন তারকাসংবলিত এই জার্সির সঙ্গে স্বাক্ষর করা ফুটবল এবং বুটও আছে। এই উপহারগুলো মূলত রাখা আছে রাফায়েল নাদাল জাদুঘরে। মেসির দেওয়া বিশেষ এই উপহারের ছবির সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশনে মেসির দেওয়া বার্তাও লেখা আছে। এই উপহারগুলো দেওয়ার সময় মেসি লিখেছিলেন, ‘রাফার জন্য ভালোবাসা ও শ্রদ্ধাসহ।’
মেসির দেওয়া উপহারের ছবি পোস্ট করে নাদাল একাডেমির পক্ষ থেকে লিখেছে, ‘বিশ্বকাপ জয়ের এক বছর পর। বিশেষ জার্সিটি মেসি নাদালকে দিয়েছেন। আমরা এরই মধ্যে এটি রাফায়েল নাদাল জাদুঘরে প্রদর্শনের জন্য রেখেছি।’ নাদালের একাডেমিটি স্পেনের মানাকোর শহরে অবস্থিত। এখানে মূলত তরুণ খেলোয়াড়দের তৈরি করার কাজ করা হয়।
এর আগে মেসি ও নাদাল দুজনই বিভিন্ন সময় একে অপরকে প্রশংসায় ভাসিয়েছিলেন। সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের পর নাদাল বলেছিলেন, ‘আর্জেন্টিনা তবু বিশ্বকাপ জয়ের দাবিদার।’ নাদালের এই কথা পরে সত্যিও হয়েছে। আর মেসি বিশ্বকাপ জেতার পর নাদাল বলেন, ‘মেসির বিশ্বকাপ জয়ে খুশি হয়েছি। বেশি ভালো লেগেছে মেসি যেভাবে বিশ্বকাপ জিতল। যেভাবে নিজ দেশে তাদের বরণ করে নেওয়া হলো।’
আর লরিয়াসের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কারে একসঙ্গে মনোনয়ন পাওয়ার পর নাদাল বলেছিলেন, ‘এগিয়ে যাও লিওনেল মেসি। তুমিই এটার যোগ্য।’ আর জবাবে মেসি লিখেছিলেন, ‘তোমার মতো গ্রেট অ্যাথলেটের কথা আমাকে ভাষাহীন করে দেয়। ধন্যবাদ রাফায়েল নাদাল। কোর্টে নেমে তুমি যেভাবে লড়াই করো, সবকিছু জেতাটা তোমারও প্রাপ্য। তুমি একজন বিজয়ী। আমাদের এখনো অনেক কিছু দেওয়ার বাকি, তাই না?’