আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের উপস্থিতি অবশ্যই চোখের পড়ার মতো হবে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের নির্বাচন ভালো হবে। এই নির্বাচন সারা দেশে জাগরণ সৃষ্টি করবে। সোমবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
যারা নির্বাচন বিরোধী শক্তি এবং নির্বাচন বন্ধের জন্য নাশকতা করছে তাদের প্রেসক্লাবের সামনে মানবন্ধন ও সমাবেশ করার অনুমতি কেন দেওয়া হলো এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আমরা মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করেছিলাম। নির্বাচন কমিশকে চিঠি দিয়েছি কিন্তু নির্বাচন কমিশন বাইরে সমাবেশ করতে না দেওয়ায় আমরা সমাবেশ স্থগিত করেছি। কিন্তু যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের সমাবেশের অনুমতি দেওয়া হলো।
এই নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার নির্বাচন উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখবেন। আচরণবিধি মেনে চলবেন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ পরাজয় মানে না।