ফিলিস্তিনের গাজায় চার দিনের যুদ্ধবিরতি চলছে। শর্ত অনুযায়ী, বিদেশিসহ ২৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৩৯ বন্দী। সেই সঙ্গে গাজায় সব ধরনের হামলা বন্ধ রাখা হয়েছে। কাতারের মধ্যস্থতায় করা চুক্তির শর্ত অনুযায়ী, ৫০ জিম্মিকে ছাড়বে হামাস, অন্যদিকে ১৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল।
আসুন, যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মধ্যেও বন্দী মুক্তির পর প্রিয়জনকে কাছে পেয়ে ফিলিস্তিনিদের আনন্দ আয়োজনের কিছু মুহূর্ত ছবিতে দেখে নিই।
আল জাজিরা