হরতালের আগে-পরে ১৫ ঘণ্টায় ১১ যানবাহনে আগুন

0
168
মিরপুরের কালশীতে বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা, ১৮ নভেম্বর, ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

দেশের বিভিন্ন স্থানে গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত ১১টি যানবাহনে আগুনের তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস।

আজ সকালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, উল্লিখিত সময়ে রাজধানী ঢাকায় পাঁচটি, রাজশাহী বিভাগে তিনটি, চট্টগ্রাম বিভাগে দুটি ও ময়মনসিংহ বিভাগে একটি যানবাহনে আগুন দেওয়া হয়।

জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আজ শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। আজ সকাল ছয়টা থেকে আগামী মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এই হরতাল চলবে। বিএনপির সমমনা একাধিক দল-জোটের পাশাপাশি জামায়াতে ইসলামীও এই সময়ে হরতাল দিয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, হরতালের আগে-পরে ১৫ ঘণ্টায় ৬টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক, ১টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি পিকআপ, ১টি ট্রেনের তিনটি বগি পোড়ায় উচ্ছৃঙ্খল জনতা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকার কাফরুলে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকার গুলিস্তান টোল প্লাজার সামনে আগুন দেওয়া হয় কমল পরিবহনের একটি বাসে।

রাত ৯টা ৪৫ মিনিটে জয়পুরহাটে একটি পিকআপে আগুন দেওয়া হয়।

রাত ১১টা ৩৫ মিনিটে কুমিল্লায় আগুন দেওয়া হয় পাপিয়া পরিবহন নামের একটি বাসে।

রাত ১১টা ৫৭ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে মৌমিতা পরিবহন নামের একটি বাসে আগুন দেওয়া হয়।

রাত ১১টা ৫৮ মিনিটে রাজধানীর মিরপুরের কালশীতে আগুন দেওয়া হয় বসুমতি পরিবহন নামের একটি বাসে।

গতকাল দিবাগত রাত ১টা ২০ মিনিটে সরিষাবাড়ীতে একটি ট্রেনের তিন বগিতে আগুন দেওয়া হয়।

দিবাগত রাত ১টা ৩০ মিনিটে বগুড়ায় আগুন দেওয়া হয় একটি ট্রাকে।

দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ফেনীর লালপুরে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়।

দিবাগত রাত ৩টা ২০ মিনিটে নাটোরের ভবানীগঞ্জে আগুন দেওয়া হয় একটি বাসে।

আজ সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ককটেল বিস্ফোরণে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন ধরে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.