১৫ ঘণ্টায় ঢাকার বাইরে ১২ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস

0
126
সিলেটে একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে আটটায় দাসপাড়ায়

বিএনপিসহ বিরোধীদের চলা অবরোধের মধ্যে গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায় ঢাকার বাইরে সারা দেশে মোট ১২টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় ঢাকায় কোনো যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠির কলেজ মোড়ে ১টি লেগুনা, রাত পৌনে ১টার দিকে বগুড়া সদরের জয়বাংলাহাটে ১টি ট্রাকে ও বগুড়া সদরের দিকে শাকপালায় ১টি কাভার্ড ভ্যানে, রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইসরাইলের মোড়ে ১টি মিনি ট্রাকে, রাত সোয়া ১টার দিকে বগুড়ার শেরপুরের মহিপুরে ১টি ট্রাকে, রাত ৩টার দিকে টাঙ্গাইল সদরে টাঙ্গাইল কমিউটার ট্রেনে ও ভোর পৌনে ৪টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জে পল্লীবিদ্যুৎ অফিসের সামনে ১টি ট্রাকে আগুন দেওয়া হয়।

এর আগে গতকাল সন্ধ্যা ৬টার দিকে নাটোরের বনপাড়া নয়াবাজারে ১টি কাভার্ড ভ্যানে, রাত পৌনে ৯টার দিকে সিলেট সদরের শাহপরান এলাকার দাশপাড়ায় ১টি লেগুনায়, রাত ১০টার দিকে ঢাকা জেলার দোহারের দোহার বাজারে ১টি ট্রাকে ও চট্টগ্রামের ওয়াসার মোড়ে খুলসী এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উশৃঙ্খল জনতা এসব যানবাহনে আগুন দেন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটে মোট ১১৬ সদস্য আগুন নেভাতে কাজ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.