আজ বেনবন বিহারের চারিদিক আলোক সজ্জাসহ প্রচুর সাজসজ্জার কাজ চলছে। সূর্যাস্তের সাথে সাথে নানা রকম ঝারবাতির আলোয় আলোকিত হয়েছে চারিদিক।
বেনুবন অরণ্য কুঠির
সন্ধ্যা ৫:৩০টা বিহার অধ্যক্ষ পঞ্চশীল প্রদানের মাধ্যমে ও ফিতা কেটে বিহারে কঠিন চীবরদানের অনু্ষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তুলা থেকে সুতা, পরে সুতা রং করে শুকিয়ে তারপর বেইন কার্যক্রম শুরু করা হয়। এটি আজ সারারাত ব্যাপী চলবে। আগামীকাল সেই বেইনকে সেলাই করে চীবরদান করা হবে। এই কঠিন চীবরদান মহাউপাসিকা বিশাখা কর্তৃক প্রথম দান করা হয়।
বেনুবন অরণ্য কুঠির
অনুষ্ঠানে বিহার অধ্যক্ষ পন্থক মহাস্থবিরসহ অন্যান্য ভিক্ষুসংঘ উপস্থিত রয়েছেন। আগামীকাল সকাল বুদ্ধ, সংঘদান, অষ্টপরিস্কারদানসহ নানা বিদ দানকার্য সম্পাদন করা বিকালে কঠিন চীবর ভিক্ষুসংঘের উদ্দেশ্যে দান করা।
বেনুবন অরণ্য কুঠির
বাংলাদেশ ৫ লাখ টন শুল্কমুক্ত চাল আমদানি করবে- এমন ঘোষণার পর ভারতে মাত্র দু’দিনে চালের দাম ১৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও...
সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেস সংসদ ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি নতুন প্যারোডি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি নির্মিত হয়েছে কিরণ রাও...