বিজয়ের সেলফি এবং বিশ্বকাপ যাত্রা

0
156

যেমনটা বরাবর হয় আরকি; বিদেশ সফরে যাওয়ার সময় বিমানবন্দর থেকেই সেলফি পোস্ট করেন এনামুল হক বিজয়। সেই সেলফি পরে ডিলিটও করে দেন। এবারও সেটিই করলেন তিনি। অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের ইনজুরি নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় বুধবার পুনেতে দলে যোগ দিচ্ছেন বিজয়।

ইনজুরিতে ২০১৫ বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল তার। এবার অন্যর ইনজুরিতে বিশ্বমঞ্চে ডাক পেলেন তিনি। স্বভাবতই ভেতরের খুশি ফুঁটে উঠেছিল তার সেলফিতে। কিন্তু তা মুছতে গেলেন কেন? ছবি পোস্ট করার পর কমেন্টসে অনেক ভক্ত-সমর্থক তাকে উপদেশ দিয়েছেন- আগে ম্যাচে নেমে কিছু রান করার উপদেশ দিয়েছেন, কেউ কেউ সেলফি ছেড়ে খেলায় মনোযোগ দিতে বলেছেন। ওই কারণেই কি ফেসবুকের দেওয়া থেকে ছবি সরিয়ে নেওয়া?

দেখা হলে হয়ত জিজ্ঞাসা করা যাবে। সেলফি মুছে ফেললেও বিজয় অবশ্য আরেকটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপে একটা ম্যাচ দেখতে পারাও ছিল স্বপ্নের বিষয়। সেখানে দলের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন।’

তবে প্রশ্ন হচ্ছে, সাকিবের বদলি হিসেবে বিজয়কে কেন পাঠানো হলো? জানতে চাওয়া হয়েছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে। ঢাকা থেকে হোয়াটস অ্যাপ বার্তায় তিনি জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট চাওয়াতে, ‘টিম ম্যানেজমেন্ট থেকে টপ অর্ডারে একজন ব্যাটার পাঠানোর সিদ্বান্ত হয়। সেখানেই বিজয়কে বিবেচনা করা হয়েছে। সে জাতীয় লিগে রানের মধ্যেও রয়েছে।’

নির্বাচক প্রধানের ব্যাখায় যুক্তি রয়েছে। জাতীয় লিগে চারদিনের ম্যাচে খুলনার হয়ে চট্টগ্রামের বিপক্ষে ১১০ রান করেছেন তিনি। দুটি হাফ সেঞ্চুরিও রয়েছে। ঘরোয়া লিগে আবাহনীর এই প্রিয় ছাত্রের রান পাওয়া নিয়ে বা রান পাওয়ার ধরণ নিয়ে চরম নিন্দুকেরাও কিছু বলতে পারবেন না। কথা হচ্ছে তার আর্ন্তজাতিক ম্যাচের পারফেমন্স নিয়ে।

এই এশিয়া কাপেও লিটন দাসের বদলি হয়ে দলে যোগ দিয়েছিলেন বিজয়। ভারতের সঙ্গে কলম্বোতে ১৭ বলে ৪ রান করে আউট হয়েছিলেন। এনামুল হক বিজয় তার সর্বশেষ চারটি ওডিআই খেলেছেন ভারতের বিপক্ষে, রান সাকুল্যে ৪৭। এই মুহূর্তে তানজিদ তামিম বিশ্বকাপে যে পারফর্ম করছেন তার চেয়ে অন্তত বিজয়ের উপস্থিতি ভালো হবে বলে মনে করছেন পুনেতে থাকা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.