রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যদিকে মতিঝিলে জামায়াতে ইসলামীর সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবোর্চ্চ সতর্ক অবস্থানে দেখা গেছে।
শনিবার ভোর থেকে জামায়াত নেতাকর্মীরা মতিঝিল এলাকায় অবস্থান নিয়েছে। সকালে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। সকাল সাড়ে ৮টার পর আবার মতিঝিল এলাকায় অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।
কাকরাইল, নাইটঙ্গেল মোড়, বিজয় নগর, ফকিরাপুল, রাজারবাগ, দৈনিক বাংলা, আরামবাগ ও মতিঝিল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
পল্টন মডেল থানার পরিদর্শক সেন্টু মিয়া বলেন, ভোরে ওই এলাকায় অবস্থান নিয়ে মিছিল বের করলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির আজ শনিবার দুপুরে মহাসমাবেশ ডেকেছে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ তিন দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ ডেকেছে জামায়াত। নটর ডেম কলেজের আশপাশে সমাবেত হবে জামায়াত। সেখানে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ হবে। দুপুর দুইটার দিকে সমাবেশ শুরু হবে।