মজুরি ও লিঙ্গবৈষম্যের প্রতিবাদে কাজে যোগ না দিয়ে আইসল্যান্ডের হাজারো নারী ধর্মঘট করেছেন। মঙ্গলবারের ওই ধর্মঘটে যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী কাতরিন ইয়াকোবস্তোতিরও।
নারীরা পুরুষের সমান মজুরি পান না এবং অনেকক্ষেত্রে সহিংসতার শিকার হন। এসব বৈষম্যের প্রতিবাদে ডাকা ধর্মঘটে আনুমানিক ১০ হাজার মানুষ এ ধর্মঘটে যোগ দেন। খবর বিবিসির।
ধর্মঘটে একাত্মতা প্রকাশ করে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রী কাতরিন বলেন, ‘আমিও আজ কাজে যাব না। আশা করি, অন্য নারীরাও তা-ই করবেন।’
তিনি জানান, বছরের পর বছর কর্মক্ষেত্রে পুরুষদেরই আধিপত্য। এর বিপরীতে দেশের নারীপ্রধান প্রতিষ্ঠানগুলোকে কীভাবে মূল্যায়ন করা হচ্ছে, তা খতিয়ে দেখছে সরকার।