আন্তর্জাতিক কূটনীতিক সম্মেলন এবার তুরস্কে, আইইএলটিএস-টোয়েফল ছাড়াই আবেদনের সুযোগ

0
156
উচ্চশিক্ষা

আন্তর্জাতিক কূটনীতিক সম্মেলনের জন্য আবেদন শুরু হয়েছে। এবারের সম্মেলন হবে তুরস্কে। ভয়েস ফর রাইটস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন কানাডা আন্তর্জাতিক কূটনীতিক সম্মেলনের আয়োজন করছে। ১০টি পূর্ণ অর্থায়নে, ১৫টি আংশিক অর্থায়নে এবং ২৫টি স্ব-অর্থায়নে সারা বিশ্ব থেকে মোট ৫০ জন অংশগ্রহণকারী এবারের আয়োজনে অংশ নেবেন। এ বছরের ডিসেম্বরে তুরস্কে এ সম্মেলনে অংশ নিতে পারবেন যেকোনো বিষয়ে পড়ুয়ারা। আবেদন করতে প্রয়োজন নেই আইইএলটিএস বা টোয়েফল–এর।

আন্তর্জাতিক কূটনীতিক সম্মেলনের বিশদ বিবরণ

  • আয়োজক দেশ: তুরস্ক
  • ভেন্যু: ইস্তাম্বুল, তুরস্ক
  • অর্থায়ন করেছে: ভয়েস ফর রাইটস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন কানাডা
  • সম্মেলনের তারিখ: ৯, ১০ ও ১১ ডিসেম্বর ২০২৩
  • অংশগ্রহণকারীর সংখ্যা: ৫০
  • আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৩

সম্মেলনের বিষয়

  • যুব নেতৃত্ব
  • মাদক শিক্ষা
  • কূটনীতিতে বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা
  • এ ছাড়া সম্মেলনটি আন্তসংস্কৃতি বিনিময়, আত্ম-উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, বিশ্বব্যাপী মিথস্ক্রিয়া ও বন্ধুত্ব, সহযোগিতা, টেকসই উন্নয়ন লক্ষ্য এবং যুব সম্প্রদায় শক্তিশালী করার ওপর গুরুত্ব দেবে।

কনফারেন্সের মূল আকর্ষণ

  • এ ইভেন্টের সেরা প্রতিনিধিকে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আসন্ন ইভেন্টের জন্য সম্পূর্ণ অর্থায়িত প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হবে;
  • এই ইভেন্টের অসামান্য প্রতিনিধিদের ২০২৪ সালে যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ায় আসন্ন ইভেন্টগুলোর জন্য আংশিক-তহবিলপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হবে;

কনফারেন্সের আর্থিক সুবিধা

যাঁরা আয়োজকদের পূর্ণ অর্থায়নে নির্বাচিত হবেন, তাঁরা নানা সুবিধা পাবেন।

  • যাতায়াতের বিমানভাড়া (শীর্ষ প্রতিনিধিকে প্রদান করা হবে)
  • সম্পূর্ণ প্রোগ্রাম ফি মওকুফ।
  • স্বীকৃতিস্বরূপ পুরস্কার
  • আবাসনব্যবস্থা
  • সনদপত্র
  • খাবার
  • কনফারেন্স কিট
  • আশপাশের এলাকা ভ্রমণের সুযোগ
  • সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি
  • সেলিব্রেশন পার্টি

আংশিকভাবে অর্থায়ন করা প্রতিনিধিরা যা পাবেন—

  • ৫০ শতাংশ প্রোগ্রাম ফি মওকুফ
  • প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ পুরস্কার
  • আবাসনব্যবস্থা
  • সনদপত্র
  • খাবার
  • কনফারেন্স কিট
  • আশপাশের এলাকা ভ্রমণের সুযোগ
  • সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি
  • সেলিব্রেশন পার্টি

অংশগ্রহণের যোগ্যতা—

  • বয়স ১৬–৩৫ বছর হতে হবে
  • পর্যবেক্ষকের জন্য বয়স ১৮ বছরের বেশি
  • যেকোনো বিষয়ের ডিগ্রি শিক্ষার্থী
  • সামাজিক পরিবর্তনের প্রতি আগ্রহী
  • যেকোনো স্তরে সামাজিক বা শিক্ষামূলক কর্মকাণ্ডে নিযুক্ত থাকতে হবে
  • পাসপোর্ট থাকতে হবে
  • এ ইভেন্টের জন্য আইইএলটিএস বা টোয়েফল ছাড়াই আবেদন করতে পারেন।

আবেদনের শেষ তারিখ

আবেদন করার শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২৩। আবেদনের ফলাফল ১ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশ হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.