ক্যানসার আক্রান্ত হয়ে মাত্র ২৬ বছর বয়সেই মারা গেলেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস। গত ১৩ অক্টোবর জরায়ু ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। নিউইয়র্ক পোস্টের বরাতে শেরিকার মৃত্যুর খবর প্রকাশ করেছে এনডিটিভি।
শেরিকা ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন।
ক্যানসার আক্রান্ত হওয়ার পর কেমোথেরাপি ও রেডিওথেরাপির মাধ্যমে তাঁর চিকিৎসা চলছিল। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেলেন তিনি।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে ২০২২ সালের মিস ইউনিভার্স উরুগুয়ে কার্লা রোমেরো, শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘মিসেস ডি আরমাস এই বিশ্বের গর্ব। আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর নারীদের একজন।’
মিস ইউনিভার্স প্রতিযোগিতার পরে দেওয়া এক সাক্ষাৎকারে শেরিকা বলেছিলেন, ‘আমি সব সময়ই মডেল হতে চেয়েছিলাম, তা বিউটি মডেল হোক, বিজ্ঞাপনের মডেল হোক বা ক্যাটওয়াক মডেল হোক। আমি ফ্যাশন–সম্পর্কিত সবকিছুই পছন্দ করি এবং আমি মনে করি যে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া যেকোনো মেয়ের স্বপ্ন মিস ইউনিভার্সে সুযোগ পাওয়া। চ্যালেঞ্জে পরিপূর্ণ এই অভিজ্ঞতায় থাকতে পেরে আমি খুবই খুশি।’