গাজা দখল করা হবে ইসরায়েলের জন্য ‘বড় ভুল’: বাইডেন

0
136
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন টেলিভিশন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ শিরোনামের অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন এ সতর্কতার কথা বলেন। সাক্ষাৎকারটি গতকাল রোববার প্রচারিত হয়।

সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, গাজা দখলে ইসরায়েলি কোনো পদক্ষেপ তিনি সমর্থন করবেন কি না।

জবাবে বাইডেন বলেন, গাজা দখল করাটা হবে ইসরায়েলের জন্য একটি বড় ভুল।

গাজায় পুরোদস্তুর স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা সমুদ্রপথে হামলার প্রস্তুতিও নিচ্ছে। এ ছাড়া আকাশপথে যুদ্ধবিমান থেকে গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল।

এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করলেন।

তবে বাইডেন বলেন, তিনি এ বিষয়ে আত্মবিশ্বাসী যে ইসরায়েল যুদ্ধের নিয়ম মেনে কাজ করতে যাচ্ছে।

সাক্ষাৎকারে বাইডেন বলেন, হামাস সব ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে বলে মনে করেন না তিনি।

বাইডেন বলেন, তিনি মনে করেন, হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে।

বাইডেনের মতে, একটি ফিলিস্তিন কর্তৃপক্ষ থাকা দরকার। ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি পথ থাকা দরকার।

ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে সেদিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল।

হামাসের হামলায় প্রায় ১ হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.