চেন্নাইয়ে বড় বিপদে সাকিবরা। ৫৬ রান হতেই ৪ উইকেট নেই টাইগারদের। প্রথম বলে উইকেট বিলিয়ে দেন লিটন। এরপর ছন্দ ফিরে পাবার আশা জাগিয়ে তানজিদও (১৬) ফিরেছেন। জুটি গড়তে পারলেন না মিরাজ-শান্তও। দলীয় ৫৬ রানে টপঅর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বেশ বিপদেই আছে বাংলাদেশ। মিরাজ ফিরেছেন ৩০ রান করে, শান্ত করেছেন ৭ রান।
১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬১ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ৫ রানে আছেন মুশফিক।
অন্যদিকে অধিনায়ক কেন উইলিয়ামসনকে জায়গা করে দিয়েছেন উইল ইয়াং। উইলিয়ামসন ফেরায় আজ ওপেন করতে পারেন রাচিন রবীন্দ্র।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মাহেদী হাসান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।