ইসরায়েলকে সহায়তায় জাহাজ ও গুপ্তচর বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

0
131
ছবি: দ্য গার্ডিয়ান

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সহায়তা করতে নৌবাহিনীর দুটি জাহাজ, ১০০ নাবিক এবং নজরদারি বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। শুক্রবার ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে ইসরায়েলি সামরিক বাহিনীকে এ সহায়তা দেবে ঋষি সুনাক সরকার। খবর দ্য গার্ডিয়ানের

প্রতিবেদনে বলা হয়েছে, পসেইডন পি-৮ বিমান ও অন্যান্য বিমানের টহল ফ্লাইট শুক্রবার শুরু হচ্ছে। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট ঘোষণা করেছে, ইরান বা রাশিয়ার মতো দেশগুলো থেকে লেবাননের হিজবুল্লাহকে অস্ত্র সহায়তার যেকোনও প্রচেষ্টার পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাইপ্রাসের আকটরিরির আরএএফ ঘাঁটিতে যোদ্ধা ও বিমানবাহিনী সতর্ক অবস্থা থাকবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা স্ট্রিপে এখন পর্যন্ত ১ হাজার ৫৩৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৫০০ শিশু এবং ২৭৬ জন নারী রয়েছে। এতে আহত হয়েছেন আরও ৬ হাজার ৬১২ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.