শ্রীলঙ্কার ৩৪৪ রান তাড়া করে জিততে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তিনি ১৩১ রানের হার না মানা ইনিংস খেলেন। তার সঙ্গে ১৭৬ রানের জুটি গড়া তরুণ ওপেনার আব্দুল্লাহ শফিক খেলেন ১০৮ রানের ইনিংস।
ম্যাচ শেষে রিজওয়ান তার ওই সেঞ্চুরি ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে গাজার হতাহতদের উৎসর্গ করেছেন। ম্যাচ শেষে রিজওয়ান টুইট করেছেন, ‘এই সেঞ্চুরিটা গাজায় হতাহত আমাদের ভাই-বোনদের জন্য।’
এছাড়া ম্যাচ জেতায় হায়দরাবাদের ভক্তদের ধন্যবাদ দিয়েছেন রিজওয়ান। কৃতিত্ব দিয়েছেন সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিক ও বল হাতে চার উইকেট নেওয়া হাসান আলীকে।
রিজওয়ান বলেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। পুরো দলের এই জয়ে অবদান আছে। তবে আব্দুল্লাহ ও হাসানকে বিশেষভাবে কৃতিত্ব দেব। তারা কাজটা আমাদের জন্য সহজ করেছেন। হায়দরাবাদের দর্শক-ভক্তদের বিশেষভাবে ধন্যবাদ।’
শ্রীলঙ্কা ৩৪৪ রান করার পরও তারা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বলে মন্তব্য করেছেন রিজওয়ান, ‘ভাষা হারিয়ে ফেলেছি। দলে যেকোন অবদান রাখতে পারা বিশেষ কিছু। কাজটা কঠিন ছিল। তবে প্রথম ইনিংসের পর আমরা ম্যাচটা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।’
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৭৩ জনে। আহত হয়েছেন প্রায় ৮ হাজার। বুধবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে ফিলিস্তিনির সংখ্যা ৯৭৩ জন। এর মধ্যে গাজায় ৯৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা ও পশ্চিমতীরে আহত প্রায় ৫ হাজার। হামাসের হামলায় ইসরায়েলে নিহতের হয়েছেন প্রায় ১২শ’ জন। আহত প্রায় ৩ হাজার।