গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় তাদেরই চার সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সেনা সদস্যরা হামাসের হাতে বন্দি ছিলেন। রোববার হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এ তথ্য জানিয়েছে। খবর: আল-জাজিরার।
এ দিকে হামাসের বিমান হামলার পরিপ্রেক্ষিতে গাজায় ‘সর্বাত্মক’ অবরোধ ঘোষণা করেছে ইসরায়েল। ফলে বিদ্যুৎ, পানি, খাবার এবং জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে নির্বিচার হত্যাকাণ্ড চালান হামাস সদস্যরা। তাদের ওই হামলায় ইসরায়েলের সাত শতাধিক মানুষ নিহত হয়েছেন। জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ হাজার ৭৫১ মানুষ।