চট্টগ্রামে ৩ দিনের শারদ মেলার উদ্বোধন

0
106
ফিতা ও কেক কেটে নগরীর জামালখানের রয়েল আর্কেডে মেলার উদ্বোধন করা হয়।

চট্টগ্রামে শুরু হলো তিন দিনের শারদ মেলা। নারী উদ্যোক্তাদের অর্ধশত প্রতিষ্ঠান অংশ নিচ্ছে মেলা। ফিতা ও কেক কেটে রোববার নগরীর জামালখানের রয়েল আর্কেডে বর্ণাঢ্য এই মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। অনুষ্ঠানে চট্টগ্রামের নারী উদ্যোক্তা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি এবং উন্নয়নে সমানতালে অবদান রাখছেন। এই ধরনের মেলা নারী উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। বাংলার নারী সমাজের গর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে বর্তমান সময়ে সর্বোচ্চ অগ্রাধিকার ও কাজের স্বীকৃতি পাচ্ছেন নারীরা। নারীদের এগিয়ে চলার সাহস থাকতে হবে, হতে হবে স্বাবলম্বী।’

আয়োজক রুবায়েদ ইয়াসমীন রূপা বলেন, ‘নারীদের স্বাধীন ও স্বাবলম্বী হয়ে জীবন অতিবাহিত করার জন্য নারী উদেক্তাদের নিয়েই আমাদের এই আয়োজন। সমাজে নারীদের অবস্থান যতো উন্নত হবে সামাজিকভাবে দেশ ও জাতি ততো এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভলী লেডিস গ্র্নপের স্বত্তাধিকারী লুৎফুন্নেসা রুম্পা, সুরাইয়া রাঈসা, মহানগর আওয়ামী লীগ নেতা ওসমান গনি, মহানগর যুবলীগ নেতা মো. ইফতেখার ইফতু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. দেলোয়ার, কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসমাত খান আতিফ, গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক ইয়াছির আরফাত রিকু, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দীন খান প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.