সিরাজগঞ্জের তাড়াশে রাজিব সরকার রাজু নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে টাকার বিনিময়ে অটোভ্যান চার্জ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে। রোববার উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে এ ঘটনা ঘটে। রাজিব ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর তাড়াশ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউপি সদস্য রাজিব এক বছর ধরে বাড়ির আবাসিক বিদ্যুৎ সংযোগের সার্ভিস ড্রপ তার থেকে সংযোগ নিয়ে একটি ঘরে অনন্ত ২০-২৫টি অটোভ্যানে চার্জ দিয়ে আসছেন। কৌশলে সংযোগ নেওয়ায় মিটারে বিলও ওঠে না।
বিনা বিলে সরকারি বিদ্যুৎ ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের গোপন সংবাদ পায় পল্লী বিদ্যুৎ সমিতি। বিদ্যুৎকর্মীরা ঘটনারস্থলে গিয়ে এর সত্যতাও পান। তারা তাৎক্ষণিক ইউপি সদস্যের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ও তাঁর ব্যবহৃত আবাসিক মিটার জব্দ করেন। তবে ইউপি সদস্য রাজিবের দাবি, ঘরটি তিনি ভাড়া দিয়েছেন। এভাবে সংযোগ নেওয়া অবৈধ কি-না জানেন না।
ডিজিএম নিরাপদ দাশ বলেন, ইউপি সদস্য রাজিবের সরকারি বিদ্যুতে বিনা পয়সায় অটোভ্যান চার্জ দেওয়ার বিষয়টি আইনসম্মত নয়। তাঁর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাঁকে নিয়ম মেনে জরিমানা করা হবে। জরিমানার অর্থ না দিলে মামলা হবে বলে জানান তিনি।