প্রেসিডেন্ট পদপ্রার্থী হত্যায় সন্দেহভাজন ৬ জনকে কারাগারে হত্যা

0
141
ইকুয়েডরের কুইটোতে নির্বাচনী প্রচারে বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও। তাঁর হত্যাকাণ্ডে সন্দেহভাজন ছয়জনকে কারাগারে হত্যা করা হয়েছে। ছবি: রয়টার্স

ইকুয়েডরের একটি কারাগারে গতকাল শুক্রবার ছয় বন্দীকে হত্যা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওর হত্যাকাণ্ডে সন্দেহভাজন ছিলেন তাঁরা।

ইকুয়েডরের রাজধানী কুইটোতে একটি নির্বাচনী প্রচার শেষ করার পর গত আগস্ট মাসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ভিলাভিসেনসিও। দেশটির যে অল্প কয়েকজন প্রেসিডেন্ট পদপ্রার্থী সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ভিলাভিসেনসিও।

দ্বিতীয় দফা নির্বাচনের এক সপ্তাহ আগে কারাগারে এই হত্যাকাণ্ড ঘটল। ১৫ অক্টোবর দ্বিতীয় দফা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এর আগে বলেছে, ইকুয়েডরের গোইয়াকুইল শহরে ওই কারাগার অবস্থিত। কুখ্যাত অপরাধীদের এই কারাগারে রাখা হয়। ইকুয়েডরের সরকার এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। দেশটির বিদায়ী প্রেসিডেন্ট গুইলারমো লাসো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) বলেছেন, সত্য একদিন প্রকাশ পাবে।

কারা কর্তৃপক্ষ বলেছে, নিহত ছয়জন কলম্বিয়ার নাগরিক। তবে এই হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ব্যবসায়িক উত্তরাধিকারী ড্যানিয়েল নোবোয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, কারাগারে কী হয়েছে, তা সরকারকে স্পষ্ট করে জানাতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.